খুলনায় পথের বাজার চেকপোস্টে ২৫ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

স্টাফ রিপোর্টার | প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৫ খুলনা: খুলনা মহানগরীর খানজাহান আলী থানাধীন পথের বাজার পুলিশ ক্যাম্পে অভিযান চালিয়ে ২৫ বোতল কোডিনযুক্ত ফেনসিডিলসহ এক যুবককে হাতেনাতে আটক করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ২০ এপ্রিল (রাত ১১টা), এসআই (নিঃ) বিপ্লব কান্তি দাস, সংগীয় অফিসার ও ফোর্সসহ চেকপোস্টে ডিউটিরত অবস্থায় পথের বাজার চেকপোস্টের সামনে খুলনা-যশোর মহাসড়ক থেকে একটি সন্দেহজনক ব্যাগ বহনকারী ব্যক্তিকে থামান। পরবর্তীতে তল্লাশিকালে ব্যাগের ভেতর পত্রিকার কাগজে মোড়ানো ও কসটেপে প্যাঁচানো দুইটি প্যাকেট থেকে মোট ২৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। আটককৃত ব্যক্তি যশোর জেলার চৌগাছা থানার আব্দুল রশিদের ছেলে মেহেদী হাসান। এ বিষয়ে খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ মোঃ কবির হোসেন জানান, এসআই বিপ্লব কান্তি দাস বাদী হয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন (মামলা নং-১৪, তারিখ: ২১ এপ্রিল ২০২৫)। মামলা হয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১৪(খ) ধারায়। মাদক নির্মূলে পুলিশের এমন তৎপরতা অব্যাহত থাকবে বলেও জানান ওসি কবির হোসেন।

Apr 21, 2025 - 19:29
 0  4
খুলনায় পথের বাজার চেকপোস্টে ২৫ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow