খুলনায় মুন্নুজান সুফিয়ান,এসএম কামাল হোসেনসহ ৪৩ জনের বিরুদ্ধে মামলা

খুলনা ব্যুরোঃ খুলনার আড়ংঘাটা থানায় বিএনপির অফিস ভাঙচুরের অভিযোগে সাবেক শ্রম প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান, সাবেক এমপি ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেনসহ ৪৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এই মামলার বাদী আড়ংঘাটা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক নারায়ণ মিশ্র। তিনি আড়ংঘাটা থানায় এই অভিযোগটি দায়ের করেছেন। অভিযোগে বিএনপির অফিস ভাঙচুরের সাথে তাদের সংশ্লিষ্টতার কথা উল্লেখ করা হয়েছে। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দীন জানান, গত ৪ আগস্ট আড়ংঘাটা থানা বিএনপির অফিসে ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে ৪৩ জনের নামে বৃহস্পতিবার মামলা দায়ের করা হয়েছে। মামলায় আরও ১৫০-২০০ জনকে অজ্ঞাতনামা আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। আড়ংঘাটা থানায় বিএনপির অফিস ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের অভিযোগে দায়ের করা মামলার উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন: দিঘলিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম,মহানগর যুবলীগের সভাপতি মো. শফিকুর রহমান পলাশ,যুবলীগের সাধারণ সম্পাদক শেখ শাহজালাল হোসেন সুজন,আওয়ামী লীগ নেতা মো. দাউদ হায়দার,জেলা যুবলীগের সভাপতি চৌধুরী রায়হান ফরিদ,মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ রাসেল জামান,খানজাহান আলী থানা যুবলীগের আহ্বায়ক ও যোগীপোল ইউপি চেয়ারম্যান মো. সাজ্জাদুর রহমান লিংকন,সাবেক ১নং ওয়ার্ড কমিশনার মো. শাহাদাৎ হোসেন মিনা,২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং সাবেক শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের ভাই ও তার ব্যক্তিগত সহকারী শাহাবুউদ্দিন আহমেদ। এই মামলায় তাদের বিরুদ্ধে ভাঙচুর ও বিস্ফোরণের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগ আনা হয়েছে।

Sep 27, 2024 - 21:02
 0  6
খুলনায় মুন্নুজান সুফিয়ান,এসএম কামাল হোসেনসহ ৪৩ জনের বিরুদ্ধে মামলা

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow