গাঁজা সহ ৩ মাদক কারবারি গ্রেফতার

নুর মোহাম্মদ খান লিটু খুলনা —খুলনা মেট্রোপলিটন পুলিশ নগরীকে মাদকমুক্ত করতে তৎপরতা অব্যাহত রাখছে। এর ধারাবাহিকতায়, ২৮ মার্চ ২০২৫ তারিখ রাতে লবণচরা থানার আওতাধীন নিজখামার এলাকায় অভিযান চালিয়ে পুলিশ নিম্নলিখিত ব্যক্তিদের আটক করেছে: মইনুদ্দিন (১৯) – পিতা: জয়নাল, সাং: রঘুনাথপুর, থানা: কালিয়া, জেলা: নড়াইল, এ/পি সাং: নিজখামার, থানাঃ লবণচরা জয়ন্ত সুতার (১৯) – পিতা: নিহিল সুতার, সাং: ঠিকরাবন্দ, থানাঃ লবণচরা মোঃ ইব্রাহিম (২১) – পিতা: আবুল বাশার, সাং: নিজখামার, থানাঃ লবণচরা তদন্তে জানা যায়, আটকদের বিরুদ্ধে ৫০ গ্রাম গাঁজা ও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেলসহ হাতেনাতে আটক করা হয়েছে। বর্তমানে মাদকের উৎস এবং এর সাথে জড়িত অন্যান্য ব্যক্তি ও বিষয় নিয়ে তদন্ত চলমান। পুলিশ এই ধরনের কার্যক্রমের মাধ্যমে মাদক দুর্নীতি রোধে ও জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিজ্ঞাবদ্ধ।

মার্চ 30, 2025 - 08:54
 0  6
গাঁজা সহ ৩ মাদক কারবারি গ্রেফতার

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow