চট্টগ্রামের জয়, ফিরেই ইবাদতের উইকেট

দিনের শেষ বলে খুলনার শেষ ব্যাটার টিপু সুলতানকে ফেরালেন নাবিল সামাদ। এতেই সিলেটের বিপক্ষে ফলোঅনে পড়ল ইমরুল কায়েসরা। লম্বা সময় পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরে উইকেটও পেয়েছেন সিলেটের পেসার ইবাদত হোসেন। দিনের অন্য ম্যাচে তিন দিনেই জিতে গেছে চট্টগ্রাম। অপর ম্যাচে রংপুরের বিপক্ষে ব্যাটিং ব্যর্থতায় ডুবেছে রাজশাহী বিভাগ। জাতীয় লিগের চতুর্থ রাউন্ডে কক্সবাজারের একাডেমি মাঠে সিলেটের ৪৯৬ রানের সামনে খুলনা থেমেছে ২৭৩ রানে। ২২৩ রানে পিছিয়ে থাকায় আজ শেষ দিনেও ব্যাটিং করতে হয় ইমরুল কায়েস, নুরুল হাসান সোহানদের। দেড় বছর পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরে ১৫ ওভারে ২ মেডেনে ৩০ রান দিয়ে এক উইকেট নেন ইবাদত। রাজশাহীর হয়ে সর্বোচ্চ ৮৮ রান করে এনামুল হক বিজয়। কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে তিন দিনে জিতেছে চট্টগ্রাম। বরিশাল বিভাগকে দ্বিতীয় ইনিংসে ৭৭ রানে আটকে দেয় তারা। এরপর ৮ উইকেটের জয় পায় শাহাদাত হোসেন দিপুরা। এর আগে ব্যাট হাতে ১১৬ রানের ইনিংস খেলেন দিপু। তবে ম্যাচসেরা হন চট্টগ্রামের আশরাফুল হাসান। একাই ৬ উইকেট নেন তিনি। রাজশাহীতে নিজেদের মাঠেই ব্যাটিং ব্যর্থতায় রাজশাহী বিভাগ। রংপুরকে দ্বিতীয় ইনিংসে ২৬২ রানে থামায় তারা। কিন্তু ৬২ রান তুলতেই নেই ৬ উইকেট। ২০১ রানের লক্ষ্যে চতুর্থ দিন ব্যাট করবে রাজশাহী। জেতার জন্য রংপুরের প্রয়োজন আর ৪ উইকেট। এ ছাড়াও সিলেটে দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ১৮৬ রান তুলেছে ঢাকা মেট্রো। ঢাকা বিভাগের বিপক্ষে ১৭৫ রানের লিড তাদের।

নভেম্বর 11, 2024 - 19:22
 0  1
চট্টগ্রামের জয়, ফিরেই ইবাদতের উইকেট

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow