চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ভারতের অবস্থানে মিয়াঁদাদ-ইনজামামের ক্ষোভ

২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দল পাকিস্তানে গিয়ে খেলবে কি না, তা নিয়ে ভারতের অনমনীয় অবস্থান পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটারদের মধ্যে ক্ষোভের জন্ম দিয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কর্মকর্তা মহসিন নকভি জানিয়েছেন, আইসিসি চিঠি দিয়ে জানিয়েছে যে ভারত দল পাকিস্তানে আসতে রাজি নয়। এই অবস্থান পাকিস্তানের ক্রিকেট কিংবদন্তি জাভেদ মিয়াঁদাদ ও ইনজামাম-উল-হকের মতো ব্যক্তিত্বদের ক্ষুব্ধ করেছে। জাভেদ মিয়াঁদাদ সরাসরি ভারতকে বয়কটের আহ্বান জানিয়ে বলেন, পাকিস্তানের ক্রিকেট ভারতের সঙ্গে না খেলেও টিকে থাকবে এবং উন্নতি করবে। তিনি বলেন, ‘এটি একেবারেই হাস্যকর। যদি ভারত খেলতে না আসে, তাহলে চ্যাম্পিয়ন্স ট্রফি তাদের ছাড়া চলুক। আমরা ইতোমধ্যেই প্রমাণ করেছি, ভারতের সঙ্গে না খেলেও পাকিস্তানের ক্রিকেট টিকে থাকবে এবং আরও উন্নতি করবে।’ মিডিয়ার বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, ভারত চ্যাম্পিয়ন্স ট্রফিতে হাইব্রিড মডেল চায়, যেখানে তাদের ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাত বা শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে। তবে আইসিসি এখনও এই প্রস্তাবে কোনো সিদ্ধান্ত জানায়নি। এর আগে ২০২৩ সালে এশিয়া কাপে পাকিস্তান আয়োজক হলেও ভারতীয় ম্যাচগুলো শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হয়েছিল। ভারত ১৬ বছর ধরে পাকিস্তানে কোনো ক্রিকেট ম্যাচ খেলতে যায়নি, এমনকি সাম্প্রতিক বছরগুলোতে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ইংল্যান্ড পাকিস্তানে পূর্ণাঙ্গ সিরিজ খেললেও ভারত তা থেকে বিরত থেকেছে। ইনজামাম-উল-হক মনে করেন, ভারতের এই অবিচল অবস্থান পাকিস্তানের ক্রিকেটের জন্য ক্ষতিকর। তিনি বলেন, ‘পাকিস্তানে ভারতের নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই। বরং তাদের জন্য সেরা আতিথেয়তার ব্যবস্থা করা হবে।’আরেক সাবেক অধিনায়ক রশিদ লতিফ ভারতের অবস্থানকে ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, ‘যখন সব দল পাকিস্তানে এসে খেলছে, তখন ভারতের এ সিদ্ধান্ত সম্পূর্ণ রাজনৈতিক। এটা ক্রীড়া ক্ষেত্রে কখনোই মেনে নেয়া যায় না।’ ২০২৫ সালের ফেব্রুয়ারিতে শুরু হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানের জন্য অনেক গুরুত্বপূর্ণ, কেননা ২০০৯ সালের পর এটি পাকিস্তানে প্রথম বড় কোনো আইসিসি ইভেন্ট।

নভেম্বর 11, 2024 - 19:26
 0  3
চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ভারতের অবস্থানে মিয়াঁদাদ-ইনজামামের ক্ষোভ

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow