ইনজুরিতে ছিটকে গেলেন শান্ত, সিরিজ নির্ধারণী ম্যাচে অধিনায়ককে পাবে না বাংলাদেশ

আরও একটি দুঃসংবাদ সংযুক্ত আরব আমিরাত থেকে। কুঁচকির চোট শারজায় আফগানিস্তানের বিপক্ষে আজকের সিরিজ নির্ধারণী শেষ ওয়ানডে থেকে ছিটকে গেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে এই ম্যাচ। প্রথম দুই ম্যাচের পর সিরিজে ১-১ সমতা থাকায় আজকের শেষ ম্যাচটি হয়ে উঠেছে অনেকটা ‘ফাইনালে’র মতো। গত ৯ নভেম্বর দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের জয়ে গুরুত্বপূর্ণ অবদান ছিল অধিনায়ক শান্ত। সেদিন হয়েছিলেন ম্যাচসেরাও। কিন্তু ওই ম্যাচেই কুঁচকিতে চোট পেয়ে ফিল্ডিংয়ের সময় মাঠ ছেড়েছিলেন টাইগার অধিনায়ক। এ ধরনের চোট গুরুতর না হলেও সাধারণত সপ্তাহখানেক লেগে যায় পুরোপুরি সুস্থ হতে। তবে গতকাল করানো এমআরআই রিপোর্ট হাতে পাওয়ার পর দুবাইয়ে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট নিশ্চিত হয়েছে, নাজমুলের কুঁচকির চোটটা ভালোই গুরুতর। আফগানিস্তানের বিপক্ষে আজকের শেষ ম্যাচে তাই তিনি খেলতে পারবেন না। নাজমুলের অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেবেন সহ–অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। শুধু শারজায় আফগানিস্তানের বিপক্ষে শেষ ওয়ানডেই নয়, এই চোটে হয়তো বাংলাদেশ অধিনায়ক মাঠের বাইরে চলে গেলেন কয়েক সপ্তাহের জন্যই। দল সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২২ নভেম্বর থেকে শুরু হওয়া প্রথম টেস্টও খেলতে পারবেন না শান্ত।

নভেম্বর 11, 2024 - 19:33
 0  5
ইনজুরিতে ছিটকে গেলেন শান্ত, সিরিজ নির্ধারণী ম্যাচে অধিনায়ককে পাবে না বাংলাদেশ

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow