চট্টগ্রাম টেস্ট: দিনের শুরুতে ১০ রানে নেই বাংলাদেশের ৪ উইকেট

চট্টগ্রামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিনের খেলা শুরু হতেই ফের চিরচেনা ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ। আগের দিনের ৩৮ রানে ৪ উইকেট নিয়ে খেলতে নামা বাংলাদেশের মিডল অর্ডার যেন তাসের ঘর। দলীয় ১০ রান যোগ করতেই একে একে বিদায় নিয়েছেন ৪ ব্যাটার। দলীয় ৪৬ রানের পর স্কোর বোর্ডে ২ রানের মাঝে সাজঘরে ফিরেছেন শান্ত, মুশফিক মিরাজ ও অঙ্কন। এর মাঝে রাবাদা একাই নিয়েছেন ৩ উইকেট। অধিনায়ক নাজমুল শান্তকে বিদায় করে দিয়ে বাংলাদেশের মিডল অর্ডারে প্রথম আঘাত হানেন রাবাদা। ব্যক্তিগত ৯ ও দলীয় ৪৬ রানে সাজঘরে ফেরেন তিনি। এরপর ডাক মেরে প্যাভিলিয়নের পথ ধরেন মুশফিক। পিটারসনের বলে জর্জির তালুবন্দি হন তিনি। এরপর মিরাজ-অঙ্কন দুজনকেই বিদায় করেন রাবাদা। অভিষিক্ত অঙ্কন ফেরেন শূন্য রানে।

অক্টোবর 31, 2024 - 11:48
 0  4
চট্টগ্রাম টেস্ট: দিনের শুরুতে ১০ রানে নেই বাংলাদেশের ৪ উইকেট

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow