চাঁপাইনবাবগঞ্জে কুপিয়ে পালানোর সময় একজনকে পিটিয়ে হত্যা

চাঁপাইনবাবগঞ্জে দুজনকে কুপিয়ে পালানোর সময় মিজানুর রহমান মিজু (৩০) নামের একজনকে পিটিয়ে হত্যা করেছে বিক্ষুব্ধ জনতা। আজ বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের শিমুলতলা নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত মিজানুর সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের শিমুলতলা বালুচর গ্রামের তরিকুল ইসলামের ছেলে। অন্যদিকে মিজুর ধারালো অস্ত্রের আঘাতে আহতরা হলেন– একই এলাকার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মাওলানা হোসাইন ও মৃত মশিউর রহমানের ছেলে হারুনুর রশিদ। তাদের মুমূর্ষু অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, সকালের দিকে পূর্ব শত্রুতার জেরে মাওলানা হোসাইনকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর আহত করেন মিজানুর রহমান মিজু। এসময় একই এলাকার হারুনুর রশিদ বাধা দিতে গেলে মিজুর হামলায় আহত হন তিনি। পরে নদী সাঁতরে পালানোর চেষ্টা করলে স্থানীয় বিক্ষুব্ধ জনতা মিজুকে গণধোলাই দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানায় পুলিশ।

অক্টোবর 10, 2024 - 15:56
 0  3
চাঁপাইনবাবগঞ্জে কুপিয়ে পালানোর সময় একজনকে পিটিয়ে হত্যা

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow