চিতলমারীতে সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে বিনা লাভে দোকান

মোঃ মিরাজুল শেখ, স্টাফ রিপোর্টার: নিত্য পণ্যের বাজার যখন আগুনে পুড়ছে তখন সিন্ডিকেট কালোবাজারিদের রুখতে এবং বর্তমান প্রেক্ষাপটে সাধারণ মানুষের দুর্বিষহ জীবনের সন্ধিক্ষণে বেসামাল দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিতে যেমন নিম্নবিত্তদের উঠছে নাভিশ্বাস অপরদিকে কর্ম সংকটে বেকার জীবনে শত শত দিনমজুর। আর ঠিক সেই ক্রান্তিলগ্নে ওই সকল অসহায় মানুষদের কথা বিবেচনা করে বাজার সিন্ডিকেট ভাঙতে সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে চালু হয়েছে 'বিনা লাভের দোকান। শনিবার (২ নভেম্বর) বিকাল ৩টা থেকে সদর বাজার শহীদ মিনারের সামনে শুরু হয়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই বাজারের কার্যক্রম চলমান থাকে। এই বাজার প্রতি সপ্তাহে শনিবার ও বুধবার চলমান থাকবে বলে জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। সাধারণ শিক্ষার্থীরা বলেন, সদর বাজারগুলোতে শাক-সবজির চড়া দাম এবং অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙতে সাধারণ শিক্ষার্থীরা চিতলমারীতে এমন উদ্যোগ নিয়েছে। এখানে সাধারণ মানুষের অতি প্রয়োজনীয় বেশ কিছু পণ্য বিক্রি হচ্ছে কোনো লাভ ছাড়াই ফলে সকল শ্রেণীর মানুষেরা কিছুটা হলেও স্বস্তি পাচ্ছে। তারা আরো বলেন,যদি কোন শিক্ষার্থী চায় তাদের জমিতে উৎপাদিত সবজি সুবল মূল্যে সাধারণ শিক্ষার্থীদের বিনা লাভের দোকানে বিক্রি করতে। তাহলে আমরা তাকে স্বাগতম জানাই। সবাই যদি এগিয়ে আসি, তাহলে বাজার সিন্ডিকেট ভাঙ্গা সম্ভব। সাধারণ শিক্ষার্থীদের দোকানে ডাল কজি ১০৫ টাকা, ডিম হালি ৪৬ টাকা,চিনি কেজি ১২৫ টাকা,দেশি পিঁয়াজ কেজি ১২৫ টাকা,বিদেশী পিঁয়াজ কেজি ১০৫ টাকা,রসুন কেজি ২২০ টাকা,কাঁচা মরিচ কেজি ১২০ টাকা। বিনা লাভের বাজারে কিনতে আসা ক্রেতারা জানান, আমরা নিম্নবিত্ত স্বল্প আয়ের মানুষ। তাই আমাদের কথা বিবেচনা করে ছাত্ররা বিনা লাভের দোকান উদ্বোধন করেছে, তাতে আমাদের মতন মানুষদের অনেক সুবিধা হয়েছে। তাছাড়া বাজারের শাকসবজির যে চড়া দাম। এতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে। এ বাজার থেকে মোটামুটি কম দামে কাঁচা বাজার কিনতে পারছি।

নভেম্বর 2, 2024 - 17:39
 0  9
চিতলমারীতে সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে বিনা লাভে দোকান

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow