অভয়নগরের পল্লীতে জমায়াতের অফিস উদ্বোধন

অভয়নগর প্রতিনিধি যশোরের অভয়নগর উপজেলার পল্লীতে জমায়াতের ওয়ার্ড কমিটির অফিস উদ্বেধন করা হয়েছে। শুক্রবার রাতে কাদিরপাড়া বাজারে আল্লাহর কাছে মোনাজাতের মাধ্যমে উপজেলা নের্তৃবৃন্দ ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির নেতা কর্মীদের নিয়ে এ অফিস উদ্বোধন করেন। এর আগে এক আলোচনা সভা স্থানীয় ইউনিয়ন জমায়াতের সভাপতি আলী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা কর্ম পরিষদ এর সদস্য শরিফুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা যুব জমায়েতের সভাপতি মাস্টার হাবিবুৃর রহমান ও উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি নূরুল ইসলাম বকুল। এছাড়া অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন জমায়েত নেতা মাওলানা আমিনূর রহমান,জাকিরুল ইসলাম,নয়ন হুসাইন.আমিনূর রহমান গোলদার, রবিউল ইসলাম,বেলাল হুসাইন, রজব আলী ফারাজী, ইউনুছ আকুঞ্জি, মিজানুর রহমান প্রমুখ। সভায় বক্তারা বলেন, ছাত্র জনতার আন্দোলনের মুখে ফেসিবাদি সরকারের পরাজয় হয়েছে। আগামী ডিসেম্বরকে সামনে রেখে তারা সংগঠিত হয়ার চেষ্টা করছে। কোন ভাবেই তাদের সেই চেষ্টাকে সফল হতে দেওয়া হবেনা। এ ছাড়া নেতা কর্মীদের জমায়েতের আদর্শকে ধারণ করে, সন্ত্রাসী চাঁদাবাজি, অন্যায় দুর্নীতির বিরুদ্ধে রুখে দাড়াতে ও জনকল্যাণ কাজে আত্ম নিয়োগের আহবান করা হয়।

নভেম্বর 2, 2024 - 17:41
 0  4
অভয়নগরের পল্লীতে জমায়াতের অফিস উদ্বোধন

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow