বাগেরহাটে দুর্গাপূজায় যুবদল নেতার শুভেচ্ছা বিনিময়

বাগেরহাট প্রতিনিধি : হিন্দু ধর্মালম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বিভিন্ন পূজা মন্দিরে শুভেচ্ছা বিনিময় করেন বাগেরহাট জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ সুজন মোল্লা। শুক্রবার বিকাল থেকে গভির রাত পর্যন্ত তিনি বাগেরহাট সদর উপজেলা ও পৌরসভার বিভিন্ন দূর্গামন্দিরে গিয়ে বিভিন্ন পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ পূজা উদযাপন কমিটির নেতবৃন্দ সহ পূন্যার্থীদের সাথে মতবিনিময় করেন। জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ সুজন মোল্লা বলেন, বলেন, গত ১৬ বছর আপনারা দেখেছেন একটি সরকার ছিল। যারা নিজেদের সংখ্যালঘু সম্প্রদায়ের বন্ধু বলতো। মুখে বন্ধু বললেও বাস্তবে তারা তাদের কোনো সেবা দেইনি এবং সেবা করেনি। আমরা বিশ্বাস করি বাংলাদেশের প্রতিটি মানুষের ধর্মীয় উৎসবের অধিকার রয়েছে। আমি স্পষ্ট করে বলতে চাই এই দেশ আমাদের সবার, ধর্ম-বর্ণ নির্বিশেষে এ দেশ সব মানুষের নিরাপদ আবাসভূমি। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসবই নয়, এটি এখন সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে। পূজা মন্দিরে পরিদর্শন শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যন তারেক রহমানের পক্ষ থেকে প্রতিটি মন্ডপে আর্থিক সহায়তা প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন, মাসুদুর রহমান মাসুদ, রাহান যোয়ারদার, এস কে বদরুল আলম, পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মো: সুমন পাইক, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোল্লা আতিকুর রহমান রাসেল সহ জেলা যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন ।# রামপাল মোংলার ৫৯ মন্ডপে তারেক রহমানের অনুদান বাগেরহাট প্রতিনিধি ছবি, মেইলে বাগেরহাটে শারদীয় দূর্গোৎসবে রামপাল-মোংলার ৫৯ টি পূজা মন্দির পরিদর্শন করে বিএনপির সিনিয়র ভাইচ চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে অনুদান প্রদান করেছেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড. শেখ ফরিদুল ইসলাম। গত দুদিন ধরে রামপালের ৩৭টি ও মোংলার ২২টি শারদীয় দূর্গোপূজা মন্ডপ পরিদর্শন হিন্দু সম্প্রদায়ের নের্তৃবৃন্দসহ পূর্ণার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। রামপাল-মোংলায় শারদীয় দূর্গা পূজা মন্ডপে পরির্দশন কালে বিএনপি নেতা ড. শেখ ফরিদ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের নেতা তারেক রহমানের অনুদানসহ বার্ত পৌছে দিতে আপনাদের কাছে এসেছি। তিনি বলেছেন দলমত ও ধর্ম যার যার, রাষ্ট্র সবার। সবাই এদেশে নিরাপদে বসবাসের অধিকার রয়েছে। হিন্দু সম্প্রদায়ের মানুষ আমাদের ভাই-বোন। তাদের নিরাপত্তা দিতে বিএনপি বদ্ধপরিকর। শারদীয় দূর্গোৎসবসহ নির্দিধায় আপনারা ধর্মীয় আচার অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে পালন করছেন। এসময়ে রামপাল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোস্তফা কামাল পাটোয়ারী, যুগ্ম আহবায়ক আলতাফ হোসেন বাবু, যুগ্ম আহবায়ক শেখ ফিরোজ কবির, সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম, উপজেলা যুবদলের আহবায়ক মল্লিক জিয়াউল হক জিয়া, সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদুর রহমান পিয়াল, সদস্য সচিব এস, এম আলমগীর কবির বাচ্চু, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক কাজী অজিয়ার রহমান, ছাত্রদলের আহবায়ক মোল্যা তরিকুল ইসলাম শোভন, মোংলা উপজেলা বিএনপি নেতা স, ম ফরিদ উদ্দিন, পৌর বিএনপির নেতা আবু হুসাইন পনি, যুবদলের সাবেক সভাপতিহ মাহাবুবুর রহমান মানিক, জিয়াউর রহমান হিরন উপস্থিত ছিলেন।

অক্টোবর 13, 2024 - 11:13
 0  8
বাগেরহাটে দুর্গাপূজায় যুবদল নেতার শুভেচ্ছা বিনিময়

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow