বেনাপোলে অহিদ হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল

যশোর প্রতিনিধি: যশোরের বেনাপোল পৌরসভার ৮ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য অহিদুল ইসলাম এর হত্যার প্রতিবাদে এবং দোষিদের আইনের আওতায় এনে দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ অক্টোবর) বিকাল সাড়ে ৪ টার সময় বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে এ কর্মসুচী অনুষ্টিত হয়। এবিক্ষোভ মিছিলটি স্বেচ্ছসেবক দলের আহবায়ক রাকিবুল ইসলাম রিপন এর নেতৃত্বে বেনাপোলের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। এসময় উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন, সাবেক পৌর বিএনপির সাধারন সম্পাদক সাহাবুদ্দিন আহমেদ, সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেরুল্লাহ, বিএনপি নেতা ইদ্রিস মালেক, শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদাদ, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান আসাদ ও পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক শহিদুল ইসলাম শহিদ। উল্লেখ্য গত ১০ তারিখে বেনাপোল পোর্ট থানার ছোট আঁচড়া গ্রামের চাতরের বিলের একটি মাছের ঘের থেকে অহিদ এর মরা দেহ উদ্ধার হয়। সে বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য ছিল বলে দাবি করে দলটি। এবং অহিদ ওই বিলে বাবলুর মাছের ঘেরে দারোয়ান হিসাবে চাকুরি করত।

অক্টোবর 13, 2024 - 11:10
অক্টোবর 13, 2024 - 11:11
 0  5
বেনাপোলে অহিদ হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow