"চিলমারীতে সহকারী প্রাথমিক শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শান্তিপূর্ণ মানববন্ধন"
এস, এম হামিম সরকার নিরব, চিলমারী: কুড়িগ্রামের চিলমারীতে “১০ম গ্রেড আমাদের দাবী নয়, অধিকার” এই স্লোগান নিয়ে সহকারী প্রাথমিক শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের লক্ষ্যে এক দফা এক দাবী ভিত্তিক শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়, যেখানে উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা একত্রিত হয়ে তাদের ন্যায্য দাবী আদায়ের লক্ষ্যে মানববন্ধনে অংশ নেন। প্রায় ঘন্টাব্যাপী চলা এই মানববন্ধনে প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সভাপতির দায়িত্বে ছিলেন এ, কে, এম মোখলেছুর রহমান মাসুম, যিনি মানববন্ধনে উপস্থিত সকল শিক্ষকদের পক্ষ থেকে গুরুত্ব দিয়ে বক্তব্য উপস্থাপন করেন। তার সাথে সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল হাসান পলাশ, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, সহকারী শিক্ষক এ, এস এম সহিদুল ইসলাম সংগ্রাম, এখতেখার উদ্দিন রাখি, আনোয়ারুল ইসলাম বুলবুল, আওয়ালুল ইসলাম, রুকুনুজ্জামান রুকু, কানিজ ফাতেমা, অলিমা চৌধুরী, আলীমুল রাজী রানু, সাজেদুল ইসলাম সাজু, রেজাউল করিম, আব্দুস সালাম, ওবায়দু ইসলাম মুনির, এবং আনিছুর রহমান আনিছ সহ অন্যান্য শিক্ষক নেতারা বক্তব্য রাখেন। বক্তারা দাবি করেন যে, সহকারী প্রাথমিক শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়ন কোনো অযৌক্তিক দাবি নয়, বরং এটি তাদের ন্যায্য অধিকার। তারা বলেন, বর্তমান সময়ে শিক্ষকদের মর্যাদা ও সম্মান রক্ষার জন্য এই গ্রেড বাস্তবায়ন করা অত্যন্ত জরুরি। শিক্ষকদের ন্যায্য মর্যাদা নিশ্চিত না হলে, শিক্ষা খাতে এর নেতিবাচক প্রভাব পড়বে এবং শিক্ষার মান কমে যাবে। বক্তারা আরো বলেন, তাদের এই দাবী মেনে না নেওয়া হলে ভবিষ্যতে তারা আরও কঠোর কর্মসূচির দিকে যেতে বাধ্য হবেন। মানববন্ধন শেষে তারা উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা শিক্ষা অফিসারের কাছে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন। এই কর্মসূচির মাধ্যমে শিক্ষক সমাজ তাদের ঐক্যবদ্ধ শক্তি এবং ন্যায্য দাবির পক্ষে তাদের অটল অবস্থান তুলে ধরেছে, যা সামনের দিনগুলোতে আরও বৃহত্তর আন্দোলনের সূচনা করতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়।
আপনার অনুভূতি কী?