ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১০২২

রাজধানীসহ সারাদেশে বেড়েছে ডেঙ্গুর প্রকোপ। এডিস মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ের মধ্যে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১০২২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৪১০ জন ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন। এর বাইরে (সিটি করপোরেশন বাদে) ঢাকা বিভাগে ১৮২ জন, চট্টগ্রাম বিভাগে ১৪৩ জন, খুলনা বিভাগে ১১৯ জন, বরিশাল বিভাগে ৯৩, ময়মনসিংহ বিভাগে ৪২ জন,রাজশাহী বিভাগে ২৭ জন ও সিলেট বিভাগে ৬ জন রোগী ভর্তি হয়েছেন। এছাড়া, বৃহস্পতিবার সকাল পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ৩৫৫১ জন রোগী চিকিৎসা নিচ্ছিলেন। এদিকে, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩৪ হাজার ১২১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে ১৭৭ জন মারা গেছেন। মারা যাওয়াদের মধ্যে নারীদের সংখ্যা বেশী। উল্লেখ্য, গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৭০৫ জন মৃত্যুবরণ করেন। ডেঙ্গুতে আক্রান্ত হন তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।

অক্টোবর 3, 2024 - 19:55
 0  3
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১০২২

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow