জামায়াতে ইসলামী ন্যায় ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই,মাওঃ আবুল কালাম আজাদ

মোঃ খোরশেদ আলম,পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য আলহাজ¦ মাওঃ আবুল কালাম আজাদ বলেছেন জনগণের সমর্থন ছাড়া ক্ষমতায় থাকা যায় না, আওয়ামী লীগ তার উদাহারণ। তিনি বলেন, আওয়ামী লীগ বিনা ভোটে প্রতিযোগিতা বিহীন নির্বাচনের মাধ্যমে জোরপূর্বক ক্ষমতায় থেকে সরকারি অর্থ লুট ও পাচার করে দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনে পতনের মধ্য দিয়ে আওয়ামী দুঃশাসন থেকে দেশের মানুষ মুক্ত হয়েছে। আওয়ামী লীগ স্বাধীনতার পক্ষে বিপক্ষে বিভেদ তৈরী করায় দেশের মানুষ স্বাধীনতার সুফল থেকে বঞ্চিত ছিল উল্লেখ করে আবুল কালাম আজাদ বলেন, আওয়ামী লীগ শুধু দেশের অর্থনীতি নয় সকল প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। সৎ এবং ন্যায়ের কথা বলার কারণে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে বারবার ধ্বংস করার চেষ্টা করা হয়েছে। সত্য এবং ন্যায়ের পথে থাকার কারণে সে চেষ্টা ব্যর্থ হয়েছে। তিনি বলেন, জামায়াত সংখ্যালঘুর দেয়াল ভেঙ্গে দিয়ে ন্যায় ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই। জামায়াত মানুষের কল্যাণে রাজনীতি করে উল্লেখ করে তিনি বলেন, পট পরিবর্তনের পর দলের নেতাকর্মীরা হিন্দু সম্প্রদায় সহ দেশের সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করেছে। আগামীতেও অন্তবর্তীকালীন সরকারকে সহযোগিতা করে সরকারের সংস্কার ও দেশ গঠনের কাজে জামায়াত কাজ করতে চাই। তিনি বলেন, ছাত্র জনতার আন্দোলনে একটি ফ্যাসিবাদী সরকারকে অপসারণ করা হয়েছে। আগামীতে এধরণের কেউ ক্ষমতায় না আসতে পারে সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। তিনি সমাজ থেকে দুর্নীতি দূর করতে সাংবাদিক সহ সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি শনিবার সকালে পাইকগাছা প্রেসক্লাব মিলনায়তনে প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন। প্রেসক্লাবের সভাপতি এ্যাডঃ এফএমএ রাজ্জাকের সভাপতিত্বে ও যুগ্ম—সম্পাদক এন ইসলাম সাগরের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, জামায়াতের জেলা সিনিয়র নায়েবে আমির উপাধ্যক্ষ মাওঃ গোলাম সরোয়ার, জেলা কর্মপরিষদ সদস্য মাওঃ আমিনুল ইসলাম, তমজিদ আলম, এ্যাডঃ আব্দুল মজিদ, প্রভাষক মোমিনুর রহমান, উপজেলা আমির মাওঃ সাইদুর রহমান, সেক্রেটারী মাওঃ আলতাফ হোসেন, এ্যাডঃ মোর্তজা জামান আলমগীর রুলু, ডাঃ আছাদুল হক, এ্যাডঃ রুহুল আমিন, মাওঃ আব্দুল কুদ্দুস, এ্যাডঃ আব্দুস সালাম, সিরাজুল ইসলাম, তৌহিদুজ্জামান, তামিম রায়হান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দীন আহম্মেদ, সহ—সভাপতি মোঃ আব্দুল আজিজ ও সাবেক সভাপতি জিএ গফুর।

আগস্ট 31, 2024 - 20:12
 0  10
জামায়াতে ইসলামী ন্যায় ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই,মাওঃ আবুল কালাম আজাদ

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow