জামায়াতের আমীরের যশোরে আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন
যশোর সাংবাদদাতা এম এ আর মশিউর বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের যশেরে আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা শাখা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানান শুক্রবার (২৭ ডিসেম্বর) যশোর কেন্দ্রীয় ঈদগাহ সকাল ৯ টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর যশোর জেলার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের কর্মী সম্মেলন’ অনুষ্ঠিত হবে জানিয়ে যশোর বাসীকে অংশগ্রহণের আহবান জানানো হয়। বৃহস্পতিবার (২৬ডিসেম্বর) প্রেসক্লাব যশোরের মিলানায়তনে জেলা জামায়াতের আমীর আধ্যাপক গোলাম রসূল এ আহবান জানান। সংবাদিক সম্মেলনে আরও উপস্থিত ছিলেন যশোর জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান, জেলা সেক্রেটারী মাওলানা আবু জাফর ,সহকারী সেক্রেটারী অধ্যাপক গোলাম কুদ্দুস,মাওলানা রেজাউল করিম,অধ্যাপক মনিরুল ইসলাম, জেলা কর্ম পরিষদের সদস্য অ্যাড: গাজী এনামুল হক, অধ্যাপক হাশীম রেজা যশোর জেলা পৌর আমীর অধ্যাপক শামসুজ্জামান, আলমগীর হেসেন প্রমুখ।
আপনার অনুভূতি কী?