ঝিকরগাছায় ভ্রাম্যমাণ আদালতের ৫০ হাজার টাকা জরিমানা আদায়

আশরাফুজ্জামান বাবু, স্টাফ রিপোর্টার : যশোরের ঝিকরগাছায় অবৈধভাবে মাটি-বালু উত্তোলন ও বিক্রির দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর আওতায় ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমান আদালত। সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকালে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নাভিদ সারওয়ারের নেতৃত্বে ঝিকরগাছা উপজেলার হাজিরবাগ ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে অভিযান পরিচালনা করে এই জরিমানা আদায় করা হয়েছে। কৃষি জমির মাটি কেটে বিক্রির অভিযোগে ওই গ্রামের মৃত মোহাম্মদ আলী গাজীর ছেলে আব্দুর রহিম গাজীকে এই জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করার সময় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জাহাঙ্গীর আলম, সংশ্লিষ্ট ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা, সার্ভেয়ারসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

ফেব্রুয়ারি 25, 2025 - 22:16
 0  9
ঝিকরগাছায় ভ্রাম্যমাণ আদালতের ৫০ হাজার টাকা জরিমানা আদায়

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow