জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য হলেন নূর কায়েম সবুজ—
রাকিবুল ইসলাম রাকিব, সিরাজগঞ্জ ।।। সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটি ঘোষণা করা হয়েছে। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলীমকে আহ্বায়ক করে ১৮ সদস্যের এই কমিটি ঘোষণা করা হয়। রোববার (২ ফেব্রুয়ারি) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কমিটির বিষয়ে জানানো হয়। এছাড়াও সদস্যদের মধ্যে আরো রয়েছেন আব্দুল মান্নান তালুকদার, আকবর আলী, অ্যাড. সিমকী ইমাম, মজিবর রহমান লেবু, মোগবুল হোসেন চৌধুরী, আজিজুর রহমান দুলাল, নাজমুল হাসান তালুকদার রানা, অমর কৃষ্ণ দাস, আব্দুল আজিজ সরকার, ভিপি শামীম, আবু সাঈদ সুইট, নূর কায়েম সবুজ, ডা. এম এ মুহিত, গোলাম সারোয়ার, রকিবুল করিম পাপ্পু, অধ্যাপক আবু শামীম ও কনক চাঁপা। সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য হিসেবে মনোনীত হওয়া জেলা বিএনপি'র যুগ্ম সাধারণ সম্পাদক ও রজব আলী মেমোরিয়াল বিজ্ঞান ডিগ্রী কলেজের সভাপতি নুর কায়েম সবুজ বলেন, আমার জন্য অত্যন্ত গৌরবের বিষয়। দল যে আমার ওপর আস্থা রেখেছে, তা আমি আন্তরিকভাবে মূল্যায়ন করি। দলীয় আদর্শ ও নেতাকর্মীদের স্বার্থ রক্ষায় আমি সর্বোচ্চ চেষ্টা করবো

আপনার অনুভূতি কী?






