ঢাকা বিশ্ববিদ্যালয়ে নতুন একটি ট্রাস্ট ফান্ড গঠন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মনোবিজ্ঞান বিভাগে ‘অধ্যাপক ড. নজরুল ইসলাম ট্রাস্ট ফান্ড’ শীর্ষক নতুন একটি ট্রাস্ট ফান্ড গঠন করা হয়েছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) এই ট্রাস্ট ফান্ড গঠনের লক্ষ্যে প্রয়াত অধ্যাপক ড. নজরুল ইসলামের স্ত্রী ড. মুনমুন সালমা চৌধুরী ২৫ লাখ টাকার একটি চেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানের কাছে হস্তান্তর করেন। উপাচার্য লাউঞ্জে আয়োজিত চেক হস্তান্তর অনুষ্ঠানে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, মনোবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন, বিভাগীয় শিক্ষকরা এবং দাতা পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।ট্রাস্ট ফান্ডের আয় থেকে প্রতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয় মনোবিজ্ঞান বিভাগের বিভিন্ন বর্ষের ১৪ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হবে। এ ছাড়া অধ্যাপক ড. নজরুল ইসলাম স্মারক বক্তৃতা অনুষ্ঠানের আয়োজন করা হবে। উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. নজরুল ইসলাম ২০১৫ সালে ইন্তেকাল করেন।

Sep 17, 2024 - 19:12
 0  3
ঢাকা বিশ্ববিদ্যালয়ে নতুন একটি ট্রাস্ট ফান্ড গঠন

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow