এখনো দলের সঙ্গে যোগ দেননি সাকিব
দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটির ভেন্যু চেন্নাইয়ে এরই মধ্যে পৌঁছে গেছে বাংলাদেশ। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে সেখানে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। তবে মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) এখন পর্যন্ত দলের সঙ্গে যোগ দেননি সাকিব আল হাসান। ইংল্যান্ড থেকে সরাসরি ভারতে যাওয়ার কথা ছিল টাইগার এই অধিনায়কের। গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন টিম ম্যানেজার নাফিস ইকবাল। এমনকি সাকিব কখন বা কবে নাগাদ দলের সঙ্গে যোগ দেবেন, তা-ও জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, আজই দলের সঙ্গে যোগ দিতে পারেন সাবেক বিশ্বসেরা এই অলরাউন্ডার। এদিকে সাকিব দলের সঙ্গে না থাকলেও চেন্নাইয়ে প্রচণ্ড গরমেই অনুশীলনে ব্যস্ত সময় পার করছে শান্ত বাহিনী। সোমবার থেকেই চেন্নাইয়ে অনুশীলন শুরু করছে লাল-সবুজেরা। সাদমান থেকে শুরু করে নাঈম হাসান, নাহিদ রানারা শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত। নেট অনুশীলনে প্রধান কোচ চণ্ডিকা হাথুরুসিংহে থ্রোয়ারের ভূমিকায় ছিলেন। শতভাগ মনোযোগী হিসেবেই এই কোচকে দেখা গেছে।
আপনার অনুভূতি কী?