তালায় ধানক্ষেতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু

শাহিন বিশ্বাস, পাটকেলঘাটা প্রতিনিধি_সাতক্ষীরার তালা উপজেলায় ধানক্ষেতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোছা: বিলকিস বেগম (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার আড়ংপাড়া গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত বিলকিস বেগম আড়ংপাড়া গ্রামের মিজানুর রহমানের স্ত্রী। স্থানীয়রা জানান, সকালে তার স্বামী ধানক্ষেতে ধান কাটার কাজ করছিলেন। এ সময় বিলকিস বেগম পুতনিকে (নাতনি) কোলে নিয়ে ক্ষেতে স্বামীকে দেখতে যান। ক্ষেতে গিয়ে তিনি দেখতে পান, সেচপাম্পের একটি বৈদ্যুতিক তার মাটি থেকে প্রায় সাড়ে ৩ থেকে ৪ ফুট ওপরে ঝুলে রয়েছে। অসাবধানতাবশত তিনি ওই তারটি সরাতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন এবং তারে হাত রেখে  দাঁড়িয়ে থাকেন। পরে তার স্বামী বিষয়টি টের পেয়ে দ্রুত গামছা দিয়ে বৈদ্যুতিক তার টেনে সরিয়ে তাকে ছাড়িয়ে নেন। সঙ্গে সঙ্গে স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সে তোলেন, তবে পথেই তার মৃত্যু হয়। খবর পেয়ে তালা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Apr 18, 2025 - 08:50
 0  3
তালায় ধানক্ষেতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow