তিন দিনের রিমান্ডে সাবেক এমপি রশীদুজ্জামান

মোঃ খোরশেদ আলম, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি খুলনা- ৬ (কয়রা-পাইকগাছা) আসনের সাবেক সংসদ সদস্য রশীদুজ্জামানের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। বুধবার (২৩ অক্টোবর) বেলা ১১টার দিকে রশীদুজ্জামানকে আদালতে তুলে মামলার তদন্ত কর্মকর্তা সাত দিনের রিমান্ড আবেদন করলে শুনানি শেষে আদালতের বিজ্ঞ বিচারক আনোয়ারুল ইসলাম পুলিশ হেফাজতে রেখে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সাইফুদ্দিন সুমন বলেন, আমরা আসামি রশীদুজ্জামানের সাত দিনের রিমান্ডের স্বপক্ষে যুক্তি আদালতে উপস্থাপন করেছি। বিজ্ঞ বিচারক আমাদের যুক্তি-তর্ক শুনে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আমরা বিশ্বাস করি তিন দিনের পুলিশি জিজ্ঞাসাবাদে সঠিক তথ্য বেরিয়ে আসবে। আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট তৈয়েব হোসেন নুর বলেন, ২০২২ সালের ২১ অক্টোবর রাত ১১টায় আগড়ঘাটা বাজারের বালির মাঠে মারধর ও মালামাল লুটপাটের ঘটনা দেখিয়ে গত ২৬ আগস্ট মামলা রেকর্ড হয়। যে সময়ের ঘটনা সে সময় রশীদুজ্জামান এমপি ছিলেন না। রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য তার নামে মামলা করে তাকে রিমান্ড চাওয়া হয়েছে। আমরা বিশ্বাস করি তিনি ন্যায়বিচার পাবেন। সাবেক সংসদ সদস্য রশীদুজ্জামানের বিরুদ্ধে মামলাটি করেন কপিলমুনি ইউনিয়নের শ্যামনগর গ্রামের মৃত ছমিরউদ্দীন শেখের ছেলে বিএনপি নেতা ফসিয়ার রহমান। এ মামলায় ১০৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ২০০/২৫০ জনকে আসামি করা হয়। গত ১৬ অক্টোবর পটুয়াখালী থেকে তার মেয়ের বাড়ি থেকে রশীদুজ্জামানকে আইনশৃঙ্খলা বাহিনী আটক করে।

অক্টোবর 24, 2024 - 16:55
 0  14
তিন দিনের রিমান্ডে সাবেক এমপি রশীদুজ্জামান

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow