যশোর অটো মোবাইল ওয়ার্কসপ মালিক সমিতির নেতৃত্বে কামাল-শাহীন
যশোর প্রতিনিধি: বাংলাদেশ অটো মোবাইল ওয়ার্কসপ মালিক সমিতি যশোর জেলা কমিটি পুর্ণগঠন করা হয়েছে । আগামী ২ বছরের জন্য গঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন কামাল বডি বিল্ডার্স ওয়ার্কসপের স্বত্বাধিকারী কামাল হোসেন ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শাহীন ওয়েলডিং ওয়ার্কসপের স্বত্বাধিকারী শাহীন কবির। বাংলাদেশ অটো মোবাইল ওয়ার্কসপ মালিক সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলম ও মহাসচিব রফিকুল ইসলাম রনজু স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে গত ২১ অক্টোবর অনুমোদিত ১৭ সদস্য বিশিষ্ট যশোর জেলা কমিটির অপর সদস্যরা হলেন সহ-সভাপতি যথাক্রমে শহিদুর রহমান শহিদ, রিয়াজ উদ্দিন ও মিন্টু হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মোঃ আসলাম, সাংগঠনিক সম্পাদক শেখ মোঃ নুরুজ্জামান, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ রাজু হোসেন, কোষাধ্যক্ষ মো: মনিরুজ্জামান মনির, দপ্তর সম্পাদক মোঃ শাহীন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো: হাসান লিটন, প্রচার ও প্রচারনা সম্পাদক সাজু হোসেন এবং কার্যকরী সদস্য সাজ্জাদ হোসেন বাপ্পী,কবির হোসেন আলী, রানা হোসেন, সাদেক হোসেন ও অমিত কুমর সেন। ৫ আগস্ট পরবর্তী পরিস্থিতিতে সাধারণ সদস্যদের দাবির প্রেক্ষিতে নেতৃবৃন্দ বাংলাদেশ অটো মোবাইল ওয়ার্কসপ মালিক সমিতি যশোর জেলা কমিটি পূণর্গঠনের উদ্যোগ নেন। বিষয়টি কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের নজরে আনলে তারা সমিতির সদস্যদের মতামতের ভিত্তিতে আগামী ২ বছরের জন্য গঠিত এই কমিটি অনুমোদন করেন।
আপনার অনুভূতি কী?