ত্রিশালে শ্রদ্ধা ও ভালোবাসায় শহীদ দিবস পালিত

ত্রিশাল ময়মনসিংহ প্রতিনিধ গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় ময়মনসিংহের ত্রিশালে পালিত হয়েছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে সরকারি নজরুল কলেজ মাঠে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে প্রশাসনসহ সর্বস্তরের মানুষ। এর আগে রাত সাড়ে ১১টার পর থেকেই শহীদ মিনার চত্বরসহ আশপাশের সড়কগুলোতে নেমে আসে মানুষের ঢল। ভাষা শহীদদের স্মরণে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি…’ গানের সুরে। পাশাপাশি মাইকে ভাষা আন্দোলনের গৌরবময় ইতিহাস তুলে ধরা হয়। সরজমিনে দেখা যায়, মহান একুশে ফেব্রুয়ারি ‘শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ পালন উপলক্ষে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে একুশের প্রথম প্রহরে ত্রিশাল শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে শত শত মানুষের ঢল নামে। ফুলে ফুলে ভরে ওঠে বাঙালির শোক আর অহংকারের এই মিনার। ফুলে দিয়ে শ্রদ্ধা জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকিউল বারী, সহকারী পুলিশ সুপার (ত্রিশাল সার্কেল) অরিত সরকার, উপজেলা সহকারী কমিশনার ভূমি মাহবুবুর রহমান, ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মানসুর আহাম্মদ, উপজেলা শিক্ষা অফিসার আলি সিদ্দিক, সরকারি নজরুল ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এনামুল হকসহ উপজেলা পরিষদ , ত্রিশাল প্রেসক্লাব ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীগণ জনপ্রতিনিধিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন, জেলার বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা-কর্মচারীরা। এছাড়াও সকালে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানসহ সর্বস্তরের জনগণ একইভাবে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন

ফেব্রুয়ারি 21, 2025 - 19:44
 0  4
ত্রিশালে শ্রদ্ধা ও ভালোবাসায় শহীদ দিবস পালিত

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow