দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর মানবিক হাত, আগুনে দগ্ধ শিশু জিংক থান ময় এখন সুস্থতার পথে।

নিজস্ব প্রতিবেদক: মোঃ সুমন খান— বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার দুর্গম মডেল বম পাড়া এলাকায় অগ্নিদগ্ধ এক শিশুকে উদ্ধার করে উন্নত চিকিৎসার মাধ্যমে সুস্থতার পথে ফিরিয়ে এনেছে বাংলাদেশ সেনাবাহিনী। মানবিক এই সহায়তার জন্য সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয় জনগণ। জানা যায়, গত ৩০ মার্চ দুপুরে ১১ বছর বয়সী জিংক থান ময় বম চুলার পাশে বসে খাবার খাওয়ার সময় হঠাৎ তার পোশাকে আগুন লেগে যায়। মুহূর্তেই আগুন তার শরীরের পেছনের অংশে ছড়িয়ে পড়ে এবং প্রায় ১৫ শতাংশ দগ্ধ হয়। দুর্গম এলাকায় উন্নত চিকিৎসা না থাকায় পরিবারের সদস্যরা প্রাথমিকভাবে স্থানীয় পর্যায়ে চিকিৎসা চালিয়ে যান। ৬ এপ্রিল বান্দরবান সেনা জোনের লংলাইপাড়া আর্মি ক্যাম্পের একটি টহল দল ক্যাম্প কমান্ডার মেজর এস. এম. আনিসুজ্জামান উদয়-এর নেতৃত্বে ওই এলাকায় গেলে শিশুটির অবস্থা তাদের নজরে আসে। সেনা সদস্যরা তাৎক্ষণিকভাবে শিশুটিকে উদ্ধার করে বান্দরবান ৭ ফিল্ড অ্যাম্বুলেন্স (MDS) হাসপাতালে ভর্তি করান। হাসপাতালের উপ-অধিনায়ক মেজর সাইফুল ইসলাম জানান, “শিশুটির পিঠের প্রায় ১৫ শতাংশ দগ্ধ ছিল। আমরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখে নিয়মিত চিকিৎসা দিয়েছি। বর্তমানে সে অনেকটাই সুস্থ, সংক্রমণের ঝুঁকি নেই। আজ ২১ এপ্রিল (সোমবার) তাকে বাসায় পাঠানো হয়েছে, তবে ফলোআপ চিকিৎসা অব্যাহত থাকবে।” এ বিষয়ে সেনা জোনের একজন প্রতিনিধি বলেন, “ছোট্ট একটি শিশুর চোখে আমরা যন্ত্রণার পাশাপাশি বাঁচার আকুতি দেখেছি। পাহাড়ি এই জনপদে আমাদের উপস্থিতি শুধু নিরাপত্তার জন্য নয়, বরং মানবিক সহায়তাও আমাদের দায়িত্বের অংশ। আমরা চাই প্রত্যন্ত অঞ্চলের মানুষ ন্যূনতম সহায়তা পেয়ে উন্নত জীবনের স্বপ্ন দেখুক।” উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনী দীর্ঘদিন ধরে শুধু নিরাপত্তা নিশ্চিত করেই নয়, বরং ফ্রি মেডিকেল ক্যাম্প, সড়ক নির্মাণ, বিদ্যালয় উন্নয়ন, বিশুদ্ধ পানি সরবরাহ ও দুর্যোগকালীন সহায়তাসহ নানান উন্নয়ন কার্যক্রমে ভূমিকা রাখছে। এ ধরনের মানবিক সহায়তায় সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা ও শ্রদ্ধা আরও গভীর হচ্ছে। স্থানীয়রা মনে করেন, সেনাবাহিনী শুধু একটি সুরক্ষা বাহিনী নয়, বরং দুঃসময়ের নির্ভরযোগ্য এক সহযোদ্ধা।

Apr 22, 2025 - 10:43
 0  6
দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর মানবিক হাত, আগুনে দগ্ধ শিশু জিংক থান ময় এখন সুস্থতার পথে।

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow