বান্দরবানে সাংগ্রাই ক্রিকেট টুর্নামেন্টের সমাপনী, চ্যাম্পিয়ন রোয়াংছড়ি বিজয় পাড়া

বান্দরবান প্রতিনিধি—বান্দরবান রাজার মাঠে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো 'সাংগ্রাই ক্রিকেট টুর্নামেন্ট'। উৎসব উদযাপন পরিষদের আয়োজনে অনুষ্ঠিত এ টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে রোয়াংছড়ি বিজয় পাড়া এবং রানার্সআপ হয়েছে কালাঘাটা ক্রিকেট ক্লাব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি ও মেডেল তুলে দেন বান্দরবান সেনা জোনের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মাহমুদুল হাসান পিএসসি। তিনি বলেন, ‘জীবনের লক্ষ্যে পৌঁছতে হলে শিক্ষার কোনো বিকল্প নেই, আর ক্রীড়া শিক্ষারই একটি গুরুত্বপূর্ণ অংশ।’ তিনি যুব সমাজের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন এবং ক্রীড়া নৈপুণ্য বৃদ্ধির জন্য নিয়মিত এমন আয়োজনের আহ্বান জানান। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উৎসব উদযাপন পরিষদের সভাপতি চ নু মং মারমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট মোস্তাহিদুর রহমান মৃধা (জেডএস, ৫ বেঙ্গল, বান্দরবান জোন সদর), বান্দরবান সদর থানার তদন্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসেম, উৎসব উদযাপন পরিষদের সিনিয়র সহ-সভাপতি নিনিপ্রু, সহ-সভাপতি থুইসিং প্রু লুবু, সাংস্কৃতিক সম্পাদক একিনু, নগদ লি: এর মাজহারুল ইসলাম বাবু, সহ-সাংস্কৃতিক সম্পাদক মামংসিং, সাধারণ সম্পাদক উক্যসিং (উহ্লামং), টুর্নামেন্ট আহ্বায়ক মং মং সি এবং মিডিয়া আহ্বায়ক আমিনুল ইসলাম বাচ্ছু। টুর্নামেন্টে জেলা সদরের ২২টি দল অংশ নেয়। ফাইনাল ম্যাচে রোয়াংছড়ি বিজয় পাড়া ৫ উইকেটে ১২০ রান সংগ্রহ করে ২৬ রানে জয়লাভ করে। জমজমাট এই ম্যাচ উপভোগ করতে রাজার মাঠে ছিল দর্শকদের উপচে পড়া ভিড়। টুর্নামেন্ট সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করায় আয়োজকদের ধন্যবাদ জানান অতিথিরা এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে ক্রীড়া আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন। আমি টেক্সটটি আপনার চাহিদা অনুযায়ী শিরোনামসহ সম্পাদনা করেছি। যদি কোনো পরিবর্তন বা সংযোজন প্রয়োজন হয়, জানান।

Apr 2, 2025 - 20:36
 0  5
বান্দরবানে সাংগ্রাই ক্রিকেট টুর্নামেন্টের সমাপনী, চ্যাম্পিয়ন রোয়াংছড়ি বিজয় পাড়া

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow