দেশের সব মসজিদে দুপুর দেড়টায় জুমার নামাজ আদায়ের নির্দেশনা

অভয়নগর প্রতিবেদক—সারাদেশে সব মসজিদে দুপুর দেড়টায় একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। রোববার (১৩ এপ্রিল) ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনেএই নির্দেশনা দেয়া হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জুমার দিন সর্বাপেক্ষা উত্তম ও বরকতময় দিন। সপ্তাহের শ্রেষ্ঠতম দিন। মহান আল্লাহ বলেছেন, হে বিশ্বাসীরা! জুমার দিন যখন নামাজের জন্য ডাকা হয়, তখন তোমরা আল্লাহর স্মরণের দিকে ধাবিত হও। আর বেচাকেনা বর্জন কর। এটি তোমাদের জন্য সর্বোত্তম; যদি তোমরা জানতে। (সুরা জুমা, আয়াত: ৯) জুমা পারস্পরিক দেখা-সাক্ষাৎ ও সাপ্তাহিক ঈদের দিন। এ দিন বিশেষ মর্যাদা ও তাৎপর্যপূর্ণ হওয়ার কারণ হলো— এ দিনে বিশেষ সময়ে বরকত ও কল্যাণ রয়েছে। এতে আরও বলা হয়, বাংলাদেশে বিভিন্ন মসজিদে বিভিন্ন সময়ে জুমার নামাজ আদায় করতে দেখা যায়। কোনো মসজিদে দুপুর ১.০০ টায়, কোনো মসজিদে ১.৩০ টায়, আবার কোনো মসজিদে দুপুর ২.০০ টায় জুমার নামাজ আদায় করতে দেখা যায়। সময়ের ভিন্নতার কারণে ধর্মীয় পরিবেশে, বিশেষ করে খুতবার (স্বরাষ্ট্রসুরক্ষা বিষয়ক) সমন্বয় ব্যাহত হয়। এ প্রেক্ষাপটে সারাদেশের সকল মসজিদে জুমার নামাজ একই সময় দুপুর ১.৩০ টায় আদায়ের কার্যক্রম গ্রহণের জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে অনুরোধ জানানো যাচ্ছে। এক্ষেত্রে বিভাগ, জেলা/উপজেলা অধিক্ষেত্রের সকল মসজিদে একই সময়ে দুপুর ১.৩০ টায় জুমার নামাজ আদায় প্রসঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

Apr 14, 2025 - 21:35
 0  8
দেশের সব মসজিদে দুপুর দেড়টায় জুমার নামাজ আদায়ের নির্দেশনা

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow