দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে

শফিকুল ইসলাম যশোর।। বুধবার (৮ জানুয়ারি) এই জেলায় ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এদিকে দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে তাপমাত্রা বাড়লেও শীতের তীব্রতা কমেনি। মঙ্গলবার তাপমাত্রা ৯ ডিগ্রির রেকর্ড হলেও আজ পাঁচ অঙ্ক বেড়ে ১৪ দশমিক ২ ডিগ্রিতে গিয়ে ঠেকেছে। তেঁতুলিয়ার প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, বিশেষ করে হিমালয় পর্বতের কাছাকাছি হওয়ায় উত্তর-পশ্চিমাঞ্চল থেকে বয়ে আসা হিমেল হাওয়ার কারণে তীব্র ঠান্ডা অনুভূত হচ্ছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। তবে গতকালের তুলনায় তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেয়েছে। বুধবার (৮ জানুয়ারি) পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। সামনের দিনগুলোতে তাপমাত্রা আরো কমার শঙ্কা রয়েছে।

জানুয়ারি 8, 2025 - 15:45
 0  5
দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow