দোসরদের না সরালে শুধু আগুন নয়, আরও খেলা খেলতে পারে: বিএনপি নেতা ফারুক
সচিবালয় থেকে স্বৈরাচারের দোসরদের না সরালে শুধু আগুন নয়, আরও খেলা খেলতে পারে ষড়যন্ত্রকারীরা— এমন অভিযোগ করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। দাবি করেন, রাষ্ট্রের কিছু লোক শেখ হাসিনাকে ক্ষমতায় আনার ষড়যন্ত্র করছে। শনিবার (২৮ ডিসেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আওয়ামী লীগ সরকারের দোসরদের গ্রেফতারের দাবিতে তৃণমূল নাগরিক আন্দোলন আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি এ অভিযোগ করেন। বিএনপির এ নেতা বলেন, মুগ্ধ-ওয়াসিমদের রক্তের সাথে বেইমানি করা যাবে না। জাতিকে ঐক্যবদ্ধ রাখতে চাইলে সরকারকে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার দাবি তুলেন তিনি। তিনদিন পার হলেও সচিবালয়ে আগুনের ঘটনার কারণ জানা যায়নি কেন, সরকারের কাছে এর ব্যাখ্যা চেয়েছেন জয়নুল আবদিন ফারুক। অবিলম্বে আগুনের ঘটনায় জড়িতদের চিহ্নিত করে নাম প্রকাশেরও দাবি জানান এ বিএনপি নেতা। /এমএন
আপনার অনুভূতি কী?