নওগাঁর পোরশায় সড়ক দুর্ঘটনায় আহত ২—

পোরশায় সড়ক দুর্ঘটনায় আহত ২— এম এ মান্নান পোরশা নওগাঁ প্রতিনিধি।। নওগাঁ জেলার পোরশা উপজেলার সারাইগাছি মোড়ের আড্ডা রোডের জালুয়া মোড়ে মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনা ঘটে। ৬ জানুয়ারি ২০২৫ রোজ সোমবার সকাল 10:30 মিনিট জালুয়ার মোড়ে ডাল রাস্তা থেকে আসা মোটর সাইকেলকে সাইড দিতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। এতে মোটরসাইকেলে থাকা তিন জনের মধ্যে দুইজন আহত হয়। স্থানীয় লোকজন তৎক্ষণাৎ আহতদের পার্শ্ববর্তী ক্লিনিকে ভর্তি করান। লোক মুখে জানা যায় আহতদের বাড়ি সিসা দেউলিয়া গ্রামে তারা গাংগুরিয়া ডিগ্রী কলেজের ছাত্র। আহত একজনের নাম মোঃ আল-আমিন বাড়ি দেউলিয়া বোরাম অপরজনের নাম জানা যায়নি। এ বিষয়ে পোরশা থানা ইনচার্জ মোঃ শাহিন রেজার নিকট জানতে চাইলে তিনি জানান আমরা কোন দুর্ঘটনার তথ্য পাইনি। এলাকাবাসীর দাবি ছোট বাচ্চা এবং ছাত্রদের হাতে মোটরসাইকেল না দেওয়ার জন্য অনুরোধ জানান। এ ব্যাপারে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে।

জানুয়ারি 6, 2025 - 16:37
 0  12
নওগাঁর পোরশায় সড়ক দুর্ঘটনায় আহত ২—

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow