নওয়াপাড়ায় সাবেক কাউন্সিলর জিয়া উদ্দিন পলাশকে কুপিয়ে হত্যা
স্টাফ রিপোর্টারঃ- অভয়নগরের নওয়াপাড়া পৌরসভার ৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জিয়া উদ্দিন পলাশকে দুর্বৃত্তরা অপহরণের পর কুপিয়ে মত্যু নিশ্চিত করে ফেলে রেখে যায়।পলাশ নওয়াপাড়া পৌরসভার ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, নওয়াপাড়া পৌর ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও নওয়াপাড়া পৌরসভার সাবেক কাউন্সির ছিলেন। পলাশের স্বজনদের কাছ থেকে জানা যায়, মাগরিবের পরে নওয়াপাড়ার কারিগর পাড়া থেকে অপহরণ করা হয়, সংবাদ পেয়ে আমরা থানা, হাসপাতালসহ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পর কর অফিসের পিছনে একটা পরিত্যক্ত ঘর থেকে উপর্যুপরি কুপিয়ে ফেলে যায়।তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি নেয়।এসময় উপস্থিত জনতা সন্দেহজনক ভাবে রইস উদ্দিন টিপু নামে এক বিএনপি কর্মীকে হাতেনাতে ধরে পুলিশের কাছে হস্তান্তর করে এবং তাকে চিকিৎসার জন্য পুলিশ যশোর জেনারেল হাসপাতালে পাঠায়। ব্যক্তিগত শত্রুতা কিংবা ঘাট নিয়ে দ্বন্দ্বের জেরে এ হত্যাকাণ্ড ঘটানো হতে পারে বলে স্থানীয় জনগণকে মন্তব্য করতে শোনা যায়।
আপনার অনুভূতি কী?