নেহালপুরে জামায়াতের স্বেচ্ছাশ্রমে ধান কাটার উৎসব: অসহায় কৃষকদের পাশে মানবতার হাত।

স্টাফ রিপোর্টার, মাসুদ রায়হান:ও মাসুম বিল্লাল— যশোরের মনিরামপুর উপজেলার নেহালপুর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামি ও শ্রমিক কল্যাণ ফেডারেশন নেহালপুর শাখার উদ্যোগে শুরু হয়েছে স্বেচ্ছাশ্রমে ধান কাটার উৎসব। শুক্রবার সকালে ইউনিয়নের ঝাউতলার দক্ষিণ পাশে 'কুড়' নামক এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন হয়। জানা যায়, জেলা জামায়াত আমিরের নির্দেশে চলমান শ্রমিক সংকট ও প্রতিকূল আবহাওয়ার মধ্যে অসহায় কৃষকদের পাশে দাঁড়াতে এ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় নেহালপুর ইউনিয়নে শুরু হয়েছে মানবিক এ কার্যক্রম। উৎসবমুখর পরিবেশে ধান কাটার কাজে অংশ নেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট, ঢাকা ও যশোর জজকোর্টের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট গাজী এনামুল হক। তিনি现场 উপস্থিত থেকে স্বেচ্ছাসেবকদের উৎসাহ দেন এবং তাদের মনোবল বাড়িয়ে তোলেন। ইউনিয়ন জামায়াত সভাপতি মাওলানা আবু তালহা জানান, “আমাদের এ কার্যক্রম শুধু ধান কাটায় সীমাবদ্ধ নয়, আমরা ধান কৃষকের বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ারও ব্যবস্থা করব।” শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হাফেজ কামরুজ্জামান লিটন বলেন, “আজ প্রথম দিনেই আমাদের স্বেচ্ছাসেবীরা অসহায় কৃষক জাকির হোসেন, প্রতিবন্ধী কৃষ্ণপদ মণ্ডল, শ্যাম কুমার বসু, শচীন হালদার, শুকুর গাজি ও কবির হোসেনের প্রায় ২-২.৫ বিঘা জমির ধান এক ঘণ্টায় কেটে দিয়েছেন।” এ মহৎ উদ্যোগে অংশ নেন স্থানীয় চাকুরিজীবী, ব্যবসায়ী, ভ্যানচালক ও দিনমজুররা। অসহায় দিনমজুর জাকির হোসেন বলেন, “একসময় নওপাড়া ঘাটে কাজ করতাম, কিন্তু সড়ক দুর্ঘটনায় আমি শারীরিক প্রতিবন্ধী হয়ে যাই। এখন কোনো কাজ করতে পারি না। সরকারের পক্ষ থেকে একটি ১৫ টাকা দরের চালের কার্ড ছাড়া আর কোনো সহযোগিতা পাই না। সংসার চালাতে খুব কষ্ট হয়।” স্থানীয়দের মতে, এ ধরনের মানবিক কর্মসূচি অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর পাশাপাশি সমাজে সহমর্মিতার দৃষ্টান্ত স্থাপন করছে।

Apr 25, 2025 - 17:38
Apr 25, 2025 - 17:48
 0  4
নেহালপুরে জামায়াতের স্বেচ্ছাশ্রমে ধান কাটার উৎসব: অসহায় কৃষকদের পাশে মানবতার হাত।

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow