"জিয়ার রাজনৈতিক দর্শন সময়ের পরীক্ষায় উত্তীর্ণ—যোগ্যদেরই নবায়ন মিলবে : টুকু"।

সিরাজগঞ্জ প্রতিনিধি: বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। তাই যারা ত্যাগ-তিতিক্ষায় পরীক্ষিত, খাঁটি সোনার মতো, তারাই বিএনপির রাজনীতির উপযুক্ত এবং তারাই সদস্য পদ নবায়নের অধিকার রাখে। বৃহস্পতিবার বিকেলে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপির আয়োজনে সদস্য পদ নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, "একমাত্র ফ্যাসিস্ট আওয়ামী লীগ ছাড়া শহিদ জিয়াকে কেউ কালিমালিপ্ত করতে পারেনি। বিএনপি হচ্ছে ভদ্রলোকদের দল, আর আওয়ামী লীগ হচ্ছে নির্যাতনকারী, চোর-বাটপারদের দল। তাদের সাথে কোনো ধরনের আপোষ চলবে না।" টুকু আরও বলেন, ৫ আগস্টের ছাত্র আন্দোলনের পর দেশে নতুন রাজনৈতিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তৃণমূল নেতাকর্মীদের প্রতি খোঁজখবর রাখছেন এবং তিনি কলুষমুক্ত রাজনীতিতে বিশ্বাসী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কামারখন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি বদিউজ্জামান ফেরদৌস। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাবেক সাধারণ সম্পাদক রেজাতে রাব্বি উথান। বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান বাচ্চু। এছাড়াও বক্তব্য রাখেন জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Apr 24, 2025 - 22:37
 0  4
"জিয়ার রাজনৈতিক দর্শন সময়ের পরীক্ষায় উত্তীর্ণ—যোগ্যদেরই নবায়ন মিলবে : টুকু"।

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow