খুলনা বিআরটিএতে চালকদের দক্ষতা ও সচেতনতা বাড়াতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।
প্রতিনিধি: মোঃ মামুন মোল্লা, খানজাহান আলী, খুলনা ২০২৪-২০২৫ অর্থবছরে পেশাদার চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে খুলনা বিআরটিএ সার্কেলে। ২৪ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১১টায় বিআরটিএ খুলনা সার্কেল প্রাঙ্গণে এ কর্মশালার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিআরটিএ খুলনা সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ার) উসমান সরওয়ার আলম এবং সঞ্চালনায় ছিলেন মোটরযান পরিদর্শক সাইফুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরটিএ খুলনা বিভাগের পরিচালক (ইঞ্জি:) মোঃ জিয়াউর রহমান, পিএএ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিআরটিএ’র ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব মেজবাহ উদ্দিন। আরও উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন ট্রাফিক পুলিশের পরিদর্শক মাহমুদ আলম, রেজিস্ট্রেশন শাখার মোটরযান পরিদর্শক সাইফুল রহমান, উচ্চমান সহকারী রেজওয়ানুল ইসলাম, মিজানুর রহমান, আল আমিনসহ বিআরটিএ খুলনার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। প্রশিক্ষণ কর্মশালায় প্রায় ২০০ জন পেশাদার চালক অংশগ্রহণ করেন। এতে চালকদের দক্ষতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয় এবং বৈধ কাগজপত্র সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে অবহিত করা হয়। সভাপতির বক্তব্যে উসমান সরওয়ার আলম বলেন, "ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন, ফিটনেসসহ সকল বৈধ কাগজপত্র গাড়িতে অবশ্যই রাখতে হবে। এগুলো দুর্ঘটনা রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ট্রাফিক আইন ও সড়ক পরিবহন আইন মেনে চলা প্রতিটি চালকের দায়িত্ব।" প্রধান অতিথি মোঃ জিয়াউর রহমান বলেন, "গাড়ি চালানোর সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। অতিরিক্ত গতি ও ওভারটেকিং থেকে বিরত থাকতে হবে। চালকদের যাত্রী ও সহকর্মীদের সঙ্গে সদ্ভাব বজায় রাখা উচিত।" এই প্রশিক্ষণ কর্মশালাটি চালকদের সচেতন ও দক্ষ করে গড়ে তুলতে কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।

আপনার অনুভূতি কী?






