নওয়াপাড়া পৌর-বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান জনির বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

নওয়াপাড়া পৌর-বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান জনির বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ আমি মোঃ আসাদুজ্জামান জনি, পিতা আলহাজ্ব মেহাম্মদ কামরুজ্জামান মজুমদার, সাং- নওয়াপাড়া বাজার, ওয়ার্ড নং ৬, থানা- অভয়নগর, জেলা- যশোর। আমার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স জনি এন্টারপ্রাইজ। আমার শিপিং ব্যবসাসহ অন্যান্য ব্যবসা আছে। আমি বর্তমানে নওয়াপাড়া পৌর বিএনপির বিপুল ভোটে নির্বাচিত সাংগঠনিক সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছি। নওয়াপাড়া ইনস্টিটিউটের কার্যনির্বাহী পরিষদের সদস্য পদসহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের সদস্য পদে আছি। গতকাল ২৬/১০/২৪ইং তারিখ শনিবার যশোর থেকে প্রকাশিত দৈনিক রূপান্তর প্রতিদিন ও দৈনিক যশোরের প্রথম পাতায় “নওয়াপাড়ায় সন্ত্রাসী আসাদুজ্জামান জনি ও তার বাহিনীর কর্মকা-ে অতিষ্ঠ ব্যবসায়ীরা” শিরোনামে প্রকাশিত সংবাদটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি । সংবাদটিতে আমাকে জড়িয়ে চাঁদাবাজি, দখলবাজি ও সন্ত্রাসী কর্মকান্ডের যে তথ্য প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। নওয়াপাড়ায় আমার বিরুদ্ধে ইতিপূর্বে সন্ত্রাসী কর্মকা- চাঁদাবাজি সন্ত্রাসী ও দখলবাজির কোন অভিযোগ নাই। আমার রাজনৈতিক সহযোদ্ধাও কর্মী ছাড়া আমার কোন বাহিনী নাই। আমার রাজনৈতিক সফলতা ও কর্মীবান্ধব মানসিকতায় ঈর্ষান্বিত হয়ে, নিজ দলের কতিপয় কুচক্রী নেতা ১। মোঃ মতিয়ার রহমান ফারাজী, সভাপতি অভয়নগর উপজেলা বিএনপি, ২। ডাব্লু কাজী সাধারণ সম্পাদক, অভয়নগর উপজেলা বিএনপি, ৩। আবু নঈম মোড়ল, সভাপতি পৌর-বিএনপি ৪। রেজাউল করিম মোল্যা, সাধারণ সম্পাদক, পৌর-বিএনপি, গনের ইন্ধনে আমার বিরুদ্ধে চাঁদাবাজির একটি মিথ্যা গল্প সাজিয়ে দুটি আঞ্চলিক পত্রিকায় সংবাদ প্রকাশ করিয়ে আমাকে রাজনৈতিক ও সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন ও ক্ষতিগ্রস্থ করাসহ সম্মানহানির হীন প্রচেষ্টা চালানো হয়েছে। যা ন্যাক্কারজনক ও লজ্জাস্কর। মূলতঃ গত ইংরেজি ১৪/১০/২৪ তারিখ আমার ব্যবসা প্রতিষ্ঠান জনি এন্টারপ্রাইজের কয়লা মজুদ সীমিত থাকায় ক্রেতার চাহিদা পূরণের লক্ষ্যে কয়লার প্রয়োজন হয়। ঐ সময় মুখ পরিচিত সৈকত আহমেদ হীরা আমার অফিসে আসে। সে আমাকে জানায়, সরকার ট্রেডার্স এর সাইদ সরকার আমার ঘনিষ্ঠ বন্ধু আমি আপনাকে কয়লা কিনতে সাহায্য করতে পারি। হীরার কথার পরিপ্রেক্ষিতে আমি রাজি হই। হীরা সরকার ট্রেডার্স গিয়ে জনি এন্টারপ্রাইজের নামে ১৭ হাজার ৮০০ টাকা দরে তিনটা কয়লার অর্ডার দেয় এবং ডিও কাটে। সাইদ সরকারের সাথে হীরার মালের দর ১৮ হাজার থেকে ১৭৮০০ টাকা দরে তিন ট্রাক কয়লার অর্ডার দেই এবং ডিও কাটে। সাঈদ সরকারের সাথে হীরার মালের দর ১৮ হাজার থেকে ১৭৮০০ টাকা ২০০ টাকার দরদাম নিয়ে হীরার সাথে সাঈদ সরকারের তর্ক বিতর্ক হয় কিন্তু এবিষয়ে হীরা আমাকে কিছুই জানায়নি। তাদের মধ্যে ফোন আলাপ সম্পর্কে আমি কিছুই জানতাম না। ঐদিন রাত আনুমানিক ৯.৩০ ঘটিকার সময় বিএনপি নেতা মশিয়ার রহমান সাহেব আমাকে জানায়। হীরার সাথে সাঈদ সরকারের মোবাইল ফোনে তর্ক-বিতর্ক হয়েছে। আমি ঘটনার বিষয়ে জানার উদ্দেশ্যে আমার শুভাকাঙ্খীদের নিয়ে হীরা সহকারে সরকার ট্রেডার্সে যাই। সেখানে উপস্থিত কালাম সরকার সাঈদ সরকার এবং ইমাম পরিষদের সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহসহ যুবদলের সভাপতি আতাউর রহমান আতা উপস্থিত ছিলেন। উভয়ের বক্তব্য শুনে হীরার অন্যায় পাই। হীরাকে উপস্থিত সকলের সামনে পর্যায়ক্রমে তিনবার মারপিট করা হয়। (সরকার ট্রেডার্স এর সিসিটিভি ফুটেজে দেখা যাবে) এবং কালাম সরকার ও সাঈদ সরকারের পায়ে ধরে ক্ষমা চাওয়াই। আমি নিজেও সাঈদ ও কালাম সরকারের নিকট আমার অজান্তে ঘটে যাওয়া অনাকাঙ্খিত ঘটনার বিষয়ে বারবার অনুতপ্ত হই। তারা ঘটনার বিষয় বুঝতে পেরে সকলের সম্মুখে ঘটনাটি ঐখানে মিমাংসা করে নেয়। ১৫/১০/২৪ তারিখে সংবাদ পাই সাইদ সরকার নওয়াপাড়া সার সিমেন্ট খাদ্য শস্য ও কয়লা আমদানিকারক ব্যবসায়ী সমিতিতে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছে। যা ঘটে যাওয়া ঘটনার সাথে কোন মিল নাই। উল্লেখিত মীমাংসিত ঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত করার লক্ষ্যে একটি কুচক্রীমহলের সাথে আমার রাজনৈতিক ও সামাজিক সম্মান ও ভাবমূর্তি ক্ষুন্ন করার লক্ষ্যে সরকার ট্রেডার্স এর মালিক পক্ষ সাইদ সরকার, কালাম সরকার, আলমগীর সরকার, ইউসুফ সরকার, ম্যানেজার শান্তগন মিথ্যা অভিযোগ ও আমার মানহানি করিয়াছেন। আমি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং সরকার গ্রুপ একটি আমদানিকারক প্রতিষ্ঠান কোন তৃতীয় পক্ষের প্ররোচনায় উভয়ের ব্যবসায়ী সুনাম ক্ষুন্ন করছে। আমার বিরুদ্ধে ষঢ়যন্ত্রমূলকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব মোঃ তারেক রহমান বরাবর বেশ কিছু সাজানো ভিত্তিহীন মিথ্যা অভিযোগ করা হয়েছে যার প্রতিটি অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়েছে। আমি প্রকাশিত সংবাদ এর পাশাপাশি স্থানীয় কতিপয় স্বার্থন্বেষী কুচক্রী বিএনপি নেতার ন্যক্কারজনক কর্মকা-ের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি যশোর জেলা বিএনপিসহ খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক জনাব মোঃ অনিন্দ্য ইসলাম অমিত সাহেবকে উল্ল্যেখিত ঘটনার বিষয়ে পুনঃতদন্তের আহবান জানাচ্ছি

অক্টোবর 27, 2024 - 10:37
 0  7
নওয়াপাড়া পৌর-বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান জনির বিরুদ্ধে প্রকাশিত সংবাদের  প্রতিবাদ

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow