নাট্যচক্র'র নাট্য যোদ্ধাদের স্মরনে দোয়া ও ইফতার মাহফিল আয়োজন
রাকিবুল ইসলাম রাকিব, সিরাজগঞ্জ ।।। নাট্যচক্র গ্রুপ থিয়েটার সিরাজগঞ্জ এর আয়োজনে প্রয়াত নাট্য যোদ্ধা, নাট্যচক্রের প্রতিষ্ঠাতা সভাপতি- হাসান ফরিদ, সাংগঠনিক সম্পাদক - সোহেল রানা বিপ্লব ও ঝুমু রাজ'র আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত আয়োজনে সংগঠনের প্রধান উপদেষ্টা, মঞ্চ ও টিভি অভিনেতা - জনাব এস. এম ইব্রাহীম হোসেন, উপদেষ্টা, মঞ্চ ও টিভি অভিনেতা- জনাব মো. রফিকুল ইসলাম, নাট্যকার- জনাব আহমেদ শরিফ, মঞ্চ ও টিভি অভিনেতা- জনাব মমিন বাবু, সংগঠক ও অভিনেতা- জনাব মো. গোলজার হোসেন সহ সিরাজগঞ্জের বিভিন্ন সংগঠনের সংগঠন প্রধান, মঞ্চ ও সংগীত শিল্পী সহ নাট্যচক্রের সদস্যরা উপস্থিত ছিলেন। নাট্যচক্রের সাধারণ সম্পাদক - জনাব ইমরান মুুরাদ তার সংগঠনের প্রয়াত নাট্য যোদ্ধাদের জন্য দোয়া কামনা করেন, সেই সাথে মাহে রমজান ও ঈদের অগ্রীম শুভেচ্ছা বিনিময় করেন, তিনি আরো বলেন, নাটকের মাধ্যমে মানুষকে সচেতন করতে হবে এবং বাংলাদেশের সঠিক ইতিহাস ও সংস্কৃতিকে দেশের বাইরে প্রচার করার প্রত্যাশা ব্যক্ত করেন।

আপনার অনুভূতি কী?






