বাগেরহাটে দরজা কেটে সাংবাদিকের বাড়িতে চুরি
বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে দরজা কেটে সালমান মুহাইমিন নামের এক স্থানীয় সংবাদকর্মীর বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুরের দিকে শহরের লিচুতলাস্থ ওই সংবাদকর্মীর বাড়িতে এই চুরির ঘটনা ঘটে। সাংবাদিক নাগরিক টিভির ভিডিও জার্নালিস্ট ও দৈনিক জনবানী পত্রিকার বাগেরহাট জেলা প্রতিনিধি এবং এ্যাড. মোঃ ফারুক হোসেনের ছেলে। সাংবাদিক সালমান মুহাইমিন এর মাতা বেগম সুফিয়া বলেন, আনুমানিক সকাল সোয়া ১০টার দিকে পপুলার ডায়াগনস্টিক সেন্টারে প্রেশার মাপার জন্য যাই। সেখান থেকে বের হয়ে এক প্রতিবেশীর বাসায় কিছু সময় অবস্থান করে সাড়ে ১২টার পরে বাড়িতে ফিরে দেখতে পাই দরজা ভাঙ্গা। আলমিরাসহ বাসার সবকিছু তছনছ করা হয়েছে। আলমারির মধ্যে মেয়ের ও আমার ৭-৮ ভরি স্বর্ণ ও মেয়ের বিয়ের জন্য গচ্ছিত ছয় লক্ষ পঞ্চাশ হাজার নগদ টাকা ছিল তার কিছুই নেই সবকিছুই নিয়ে গেছে। আমার একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন চার্জে ছিল, তাও নিয়ে গেছে। আমাদের শেষ করে দিয়ে গেছে একেবারে। সাংবাদিক সালমান মুহাইমিন বাবা এ্যাড. মোঃ ফারুক হোসেন বলেন, সব নিয়ে গেছে আমাদের। আমার স্ত্রীর মুঠোফোনটিও নিয়ে গেছে। পুলিশকে জানানো হয়েছে। রাতে অভিযোগ দিব। সাংবাদিক সালমান মুহাইমিন বলেন, খুবই অল্প সময়ের মধ্যে বাসায় ঢুকে সব নিয়ে গেছে। হয়ত তারা জানত বাসায় স্বর্নালংকার ও টাকা আছে। বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইদুর রহমান বলেন, খবর শুনে পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করা হয়েছে। আমরা খোজ খবর নিচ্ছি। এছাড়া ক্ষতিগ্রস্থ পরিবারকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ দিলে আরও ক্ষতিয়ে দেখা হবে।
আপনার অনুভূতি কী?