বাগেরহাটে ডিপ্লোমাকে ডিগ্রি সমমানের দাবিতে ইন্টার্ন নার্সদের মানববন্ধন ও বিক্ষোভ।

সংবাদদাতা: মোঃ মিজানুর রহমান সাগর, বাগেরহাট প্রতিনিধি "এইচএসসি এর পর ডিপ্লোমা নাই, ডিপ্লোমাকে ডিগ্রি সমমান চাই, বৈষম্যের ঠাঁই নাই" — এ স্লোগানকে সামনে রেখে বাগেরহাট সদর হাসপাতালের সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন ইন্টার্ন নার্সরা। রবিবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন, বাগেরহাট জেলা শাখার ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। তারা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক (ডিগ্রি পাস কোর্স) সমমান করার দাবিতে এ প্রতিবাদে অংশ নেন। বক্তারা বলেন, "এইচএসসি পাসের পর তিন বছরের কঠোর পরিশ্রমে ডিপ্লোমা কোর্স সম্পন্ন করেও আমরা এখনো স্নাতক সমমানের স্বীকৃতি থেকে বঞ্চিত। এটি আমাদের প্রতি এক ধরনের অবিচার।" তারা দ্রুত এই বৈষম্য নিরসনের দাবি জানান এবং দাবি পূরণ না হলে ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেন।

Apr 27, 2025 - 21:13
 0  1
বাগেরহাটে ডিপ্লোমাকে ডিগ্রি সমমানের দাবিতে ইন্টার্ন নার্সদের মানববন্ধন ও বিক্ষোভ।

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow