তীব্র তাপদাহে শ্রমজীবী মানুষের পাশে ইদ্দিখার ফাউন্ডেশন: খুলনায় পানি ও তরমুজ বিতরণ।
সংবাদদাতা: শেখ মোঃ নাসির উদ্দীন, খুলনা তীব্র তাপদাহে জনজীবনে একটু প্রশান্তি দিতে মানবিক উদ্যোগ নিয়েছে সামাজিক সংগঠন ইদ্দিখার ফাউন্ডেশন। আজ (২৭ এপ্রিল) সকাল ১১টায় সংগঠনের স্বেচ্ছাসেবীরা খুলনা মহানগরীর শিববাড়ী মোড় ও ৭ নম্বর ঘাট এলাকায় দিনভর খেটে চলা শ্রমজীবী মানুষের মাঝে বোতলজাত পানি ও তরমুজ বিতরণ করেন। এই মানবিক কার্যক্রমে উপস্থিত ছিলেন সামাজিক ব্যক্তিত্ব মেনন মুশফিক, রায়েরমহল কলেজের শিক্ষার্থী পারভেজ হাওলাদার, সংগঠনের স্বেচ্ছাসেবী টিম লিডার মোঃ মিলন, ইমাম হোসেন, নুর মোহাম্মদ ও মোঃ জসিম। ৭ নম্বর ঘাটের শ্রমিকদের গ্রুপ লিডার আঃ রহিম বলেন, "তীব্র রোদের মধ্যে কাজ করতে গিয়ে আমরা প্রায় সময়ই পানির সংকটে ভুগি। ইদ্দিখার ফাউন্ডেশনের এই উদ্যোগ আমাদের জন্য অনেক সহায়ক হয়েছে। যদি আরও মানবিক সংগঠন এগিয়ে আসে, তাহলে সাধারণ মানুষেরা আরও উপকৃত হবে।" শিববাড়ী মোড়ে পথচারী হেমায়েত বলেন, "হাঁটতে হাঁটতে কয়েকজন যুবক আমাকে পানি নিতে ডাকলেন। দেখি তারা বোতলজাত পানি ও তরমুজ বিতরণ করছে। আমি খুব খুশি হয়েছি। এ ধরনের মানবিক কাজ আমাদের সমাজে সহমর্মিতা ও মানবিকতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।" সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, তারা ভবিষ্যতেও জনকল্যাণমূলক কার্যক্রম চালিয়ে যাবে।

আপনার অনুভূতি কী?






