না ফেরার দেশে চলে গেলেন মহাকাল পাইলট স্কুলের সবার প্রিয় শিক্ষক আঃ রাজ্জাক

বিশেষ প্রতিনিধি- মহান সৃষ্টিকর্তার ডাকে সাড়া দিয়ে না ফেরার দেশে চলে গেলে সবার প্রিয় মহাকাল পাইলট স্কুল এন্ড কলেজের অবসরপ্রাপ্ত গণিত শিক্ষক আব্দুর রাজ্জাক(৬৫) (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। তিনি বেশ কয়েকবছর আগে চাকুরী থেকে অবসর নিয়েছেন।চাকুরীর শেষ দিকে তিনি অসুস্থ হয়ে পড়েন। তিনি অসুস্থ অবস্থায় খুলনা আড়াইশ শয্যা হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ৬ ই নভেম্বর বুধবার দিবাগত আনুমানিক রাত ৯ টায় ইন্তেকাল করেন বলে সুত্র জানায়। মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন পুত্রসহ অসংখ্যা আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। ৭ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০ টায় মহাকাল পাইলট স্কুল এন্ড কলেজ মাঠে মরহুমের জানাজা শেষে মনিরামপুরের নেহালপুর গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমের আত্মার মাগফিরাত কামনা জানিয়ে বিবৃতি দিয়েছেন মহাকাল পাইলট স্কুলের সাবেক সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল আজিজ,নওয়াপাড়া পৌর জামায়াতের আমীর মাওলানা আলতাফ হোসেন, মহাকাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ফইসাল রশিদসহ অন্যান্য শিক্ষকবৃন্দ,মহাকাল মহিলা মাদরাসার শিক্ষকবৃন্দ,মহাকাল বালিকা বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ,চেঙ্গুটিয়া বাজার জামে মসজিদের সাবেক ইমাম মাওলানা শরিফুল ইসলাম, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের যশোর জেলা নেতা মাওলানা মহাসিন আলী চেঙ্গুটিয়া বাজারের ব্যবসায়ীবৃন্দ প্রমুখ।

নভেম্বর 7, 2024 - 13:14
 0  6
না ফেরার দেশে চলে গেলেন মহাকাল পাইলট স্কুলের সবার প্রিয় শিক্ষক আঃ রাজ্জাক

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow