নড়াইলে হকার্স মার্কেট উচ্ছেদ চেষ্টার প্রতিবাদে ব্যবসায়িদের মানববন্ধন ও সংবাদ সম্মেলন।

নিজস্ব প্রতিবেদক, নড়াইল- নড়াইলে হকার্স মার্কেটের ব্যবসায়িদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগে উচ্ছেদের পাঁয়তারা চলছে—এমন অভিযোগ তুলে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছেন ক্ষুব্ধ ব্যবসায়িরা। বৃহস্পতিবার (তারিখ) বেলা ১১টায় রূপগঞ্জ বাজারে হকার্স মার্কেটের সামনের সড়কে এ মানববন্ধন ও সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি মাসুম জমাদ্দার। তিনি বলেন, "গত ২১ বছর ধরে আমরা এখানে বৈধভাবে ব্যবসা করে আসছি। ফোরলেন সড়ক ও ড্রেন নির্মাণের সময় জেলা প্রশাসক মৌখিক আশ্বাস দেন যে, নির্মাণ কাজ শেষে অবশিষ্ট জায়গায় ক্ষতিগ্রস্তদের পুনঃবাসনের ব্যবস্থা করা হবে। সেই আশ্বাসের ভিত্তিতেই আমরা নিজ খরচে ক্ষুদ্র দোকান নির্মাণ করে পুনরায় ব্যবসা শুরু করি।" তবে একটি কুচক্রী মহল তাদের স্বার্থসিদ্ধিতে ব্যর্থ হয়ে মিথ্যা অভিযোগ এনে প্রশাসনের কাছে চাপ সৃষ্টি করছে বলে অভিযোগ করেন তিনি। তিনি আরও বলেন, "কোনো প্রকার অর্থের বিনিময়ে দোকান বরাদ্দ দেওয়া হয়নি, অর্থ আত্মসাতের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।" তিনি প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, “হকার্স মার্কেটের অসহায় ব্যবসায়িদের উচ্ছেদ না করে, তাদের পুনর্বাসনের প্রতিশ্রুতি পূরণ করা হোক।” মানববন্ধন ও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক লিটন মোল্যা, সদস্য মরফু, ফিরোজ, মলয়, মনু এবং অন্যান্য ব্যবসায়ি ও স্থানীয় সাংবাদিকরা।

Apr 24, 2025 - 19:17
 0  3
নড়াইলে হকার্স মার্কেট উচ্ছেদ চেষ্টার প্রতিবাদে ব্যবসায়িদের মানববন্ধন ও সংবাদ সম্মেলন।

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow