পরিচ্ছন্ন শহর, সচেতন জনগণ—বান্দরবানে সেনা জোনের ব্যতিক্রমী উদ্যোগ।
নিজস্ব প্রতিবেদক, বান্দরবান: পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে বান্দরবান সেনা জোনের উদ্যোগে আয়োজিত হয়েছে এক বিশাল পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কর্মসূচি। "পরিচ্ছন্নতা শুরু হোক নিজে থেকে"—এই প্রতিপাদ্য নিয়ে সম্প্রতি কানা পাড়া গোল্ডেন টেম্পল মন্দির থেকে মেঘলা পর্যটন কেন্দ্র পর্যন্ত এবং পার্বত্য জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকাজুড়ে পরিচালিত হয় এ কার্যক্রম। এই মহতী উদ্যোগে সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে যুক্ত হন স্থানীয় স্বেচ্ছাসেবক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সাধারণ জনগণ। তারা একযোগে রাস্তা, বাজার, বিদ্যালয় ও আশপাশের পরিবেশ ময়লা-আবর্জনামুক্ত করেন। পাশাপাশি চলতে থাকে সচেতনতামূলক প্রচারণা, যাতে পরিবেশ রক্ষা, স্বাস্থ্য সুরক্ষা এবং সঠিক বর্জ্য ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর মিঞা মোহাম্মদ মেহেদী হাসান, উপ-অধিনায়ক, বান্দরবান সেনা জোন। তিনি তার বক্তব্যে বলেন, "পরিচ্ছন্নতা শুধু একজনের দায়িত্ব নয়, এটি একটি সম্মিলিত সামাজিক দায়িত্ব। একজন সচেতন নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকেরই উচিত নিজ নিজ স্থান পরিচ্ছন্ন রাখা। আজকের এই উদ্যোগের মাধ্যমে আমরা সেই বার্তাই পৌঁছে দিতে চেয়েছি। বান্দরবান সেনা জোন সবসময় দেশের উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজে পাশে ছিল, আছে এবং থাকবে।" তিনি আরও বলেন, "পরিচ্ছন্নতা আমাদের শক্তি। অপরিচ্ছন্ন পরিবেশ বিভিন্ন সময় আমাদের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। ডেঙ্গু এর একটি বড় উদাহরণ। এসব রোগ-জীবাণু থেকে রক্ষা পেতে আমাদের সবাইকে সচেতন হতে হবে এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তুলতে হবে।" এই কর্মসূচিতে স্থানীয় প্রশাসন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এলাকাজুড়ে সৃষ্টি হয় ইতিবাচক দৃষ্টান্ত। পরিচ্ছন্ন শহর, সচেতন জনগণ—এই হোক আমাদের অঙ্গীকার

আপনার অনুভূতি কী?






