পটুয়াখালীতে জালে আটকা পড়লো ঘড়িয়াল, বেঁধে রাখলেন স্থানীয়রা

বাউফল করেসপনডেন্ট: পটুয়াখালীর বাউফলের তেঁতুলিয়া নদীতে বাকেরগঞ্জ উপজেলার জেলের জালে আটকা পড়েছে একটি ঘড়িয়াল। পরে সেটিকে উদ্ধার করে দিঘির পাড় লঞ্চ টার্মিনালের পাশে বেঁধে রাখেন স্থানীয়রা। শনিবার (৫ অক্টোবর) বিকেল ৪টার দিকে তেঁতুলিয়া নদীর ধুলিয়া পয়েন্টে জালে ঘড়িয়ালটি আটকে যায়। এটি দেখতে ভীড় জমিয়েছে স্থানীয়রা। তবে স্থানীয়রা এটিকে কুমির ভেবে আটকে রেখেছিল। এ বিষয়ে বাউফল উপজেলা বন কর্মকর্তা বদিউজ্জামান খান সোহাগ জানান, স্থানীয়রা একটি কুমির বেঁধে রেখেছেন বলে খবর পেয়েছিলেন তারা। পরে তারা ঘটনাস্থলে পৌঁছে প্রাণীটি যে ঘড়িয়াল তা নিশ্চিত করেন। তিনি আরও জানান, এটি শান্ত প্রাণী। মানুষের জন্য ক্ষতিকর নয়। তবে স্থানীয় লোকজন প্রচুর ভীড় করে রাখায় ভয়ে ঘড়িয়ালটি উদ্ধারকারী দলের সদস্যদের আক্রমণ করেছে। তাদের পা কেটেছে, সেলাই লাগবে। তাদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। প্রাণীটিকে অবমুক্ত করার ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

অক্টোবর 6, 2024 - 10:52
 0  4
পটুয়াখালীতে জালে আটকা পড়লো ঘড়িয়াল, বেঁধে রাখলেন স্থানীয়রা

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow