খুলনার রূপসায় সেনা-নেতৃত্বাধীন অভিযানে আগ্নেয়াস্ত্রসহ ‘জুনায়েদ বাহিনী’ গ্রেপ্তার।
শেখ মোঃ নাসির উদ্দীন, খুলনা: খুলনার রূপসা উপজেলায় সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ কুখ্যাত ‘জুনায়েদ বাহিনীর’ সদস্যদের গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ভোর ৪টার দিকে রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়নের জুনায়েদের ডক ও তার নিজ বসতবাড়িতে এ অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃতরা হলেন: মোঃ জাহিদুজ্জামান (৪৮), পিতা মৃত শেখ নুরুদ্দীন মোঃ জুনায়েদ (৫৫) ও তার পুত্র শেখ জিদান (২৬) মোঃ মোশারফ হোসেন (৪২) মোঃ মিজানুর রহমান (৪৩), পিতা লুৎফর রহমান আজানুর মুন্সি (৩৬) মোঃ জহির উদ্দীন (৩৬), পিতা মৃত মোজাহার উদ্দীন মোঃ মাসুদ রানা (৪০), পিতা মৃত আলতাফ হোসেন অভিযানে উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে: একটি দেশীয় তৈরি পিস্তল চারটি দেশীয় পাইপগান একটি চাইনিজ কুড়াল একটি ছোট আকারের চাকু একটি রামদা রূপসা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরসহ জব্দকৃত অস্ত্রের তালিকা প্রস্তুত করা হচ্ছে। মামলার অন্যান্য আনুষ্ঠানিকতা প্রক্রিয়াধীন রয়েছে। এ অভিযান রূপসা এলাকায় দীর্ঘদিন ধরে সন্ত্রাস, চাঁদাবাজি ও অস্ত্র প্রদর্শনের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করে আসা ‘জুনায়েদ বাহিনী’র দৌরাত্ম্য দমনে উল্লেখযোগ্য সাফল্য হিসেবে দেখা হচ্ছে। নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর এমন উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

আপনার অনুভূতি কী?






