পলিথিন ও প্লাষ্টিক দূষণ প্রতিরোধে কয়রায় গনশুনানী

কয়রা(খুলন)প্রতিনিধিঃ উপকূলবর্তী উপজেলা খুলনার কয়রায় পলিথিন ও প্লাষ্টিক দূষণ প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে গনশুনানী অনু্ষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (১৯ এপ্রিল) সকাল ১০ টায় ৩নং কয়রা প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে বেসরকারি উন্নয়ন সংস্থা রুপান্তরের সহযোগীতায় ও ইয়ুথ ফর দি সুন্দরবন কয়রার আয়োজনে এই গনশুনানি অনুষ্ঠিত হয়। কয়রা কপোতাক্ষ কলেজের অবসার প্রাপ্ত অধ্যাপক আ,ব,ম আব্দুল মালেকের সভাপতিত্বে ও ইয়ুথ ফর দি সুন্দরবনের টিম লিডার নিরাপদ মুন্ডার সঞ্চলনায় গনশুনানিতে আলোচনায় বক্তৃতা করেন সাংবাদিক সদর উদ্দিন আহমেদ, মোঃ রিয়াছাদ আলী, রুপান্তরের অনুপ রায়, যুব ফোরামের সদস্য মহিনুর রহমান, ফরহাদ হোসেন, খাদিজা সুলতানা সাথী, স্থানীয় অধিবাসী আব্দুস সবুর সরদার, শাহারিয়া রহমান, সাধনা মুন্ডা, নাছিমা খাতুন, নারগিস বেগম প্রমুখ। অনুষ্ঠানে স্থানীয় অধিবাসীরা উপস্থিত ছিলেন।

Apr 19, 2025 - 22:26
 0  2
পলিথিন ও প্লাষ্টিক দূষণ প্রতিরোধে কয়রায়  গনশুনানী

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow