পাইকগাছায় রাজমিস্ত্রী পালালো মালিকের বউ নিয়ে, রাজমিস্ত্রীর বউ নিলেন মালিক

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি!! রাজমিস্ত্রীর কাজ করার সুবাদে মালিকের বউয়ের সাথে প্রেমের সম্পর্ক গড়ে পালিয়ে যায় রাজমিস্ত্রী। ওই ঘটনার প্রতিশোধ নিতে রাজমিস্ত্রীর স্ত্রীকে বিয়ে করার ঘটনায় এলাকায় তোলপাড় শুরু হয়েছে। এলাকাবাসী বলেছেন, যেমন কর্ম তেমন ফল। ঘটনাটি ঘটেছে খুলনার পাইকগাছার রাড়ুলী ইউনিয়নে। জানা গেছে, রাজমিস্ত্রীর কাজ করাকালে পরিচয় ঘটে ঘরের মালিক কামালের স্ত্রীর সাথে রাজমিস্ত্রী মোস্তফা দফাদারের। ৮ দিনের পরিচয়, ৪ দিনের পরকীয়া ও ৫ দিন পর হয় বিয়ে। রাজমিস্ত্রী মোস্তফা দফাদার উপজেলার শ্রীকান্ঠুপুর গ্রামের সামছুর দফাদারের ছেলে। সামছুর রহমান আলমতলা গ্রামের বাসিন্দা হলেও শ্রীকান্ঠুপুরে ঘরজামাই থাকেন। আগস্ট মাসের প্রথম সপ্তাহের দিকে রাড়ুলী গ্রামের কামাল সরদারের বাড়িতে রাজমিস্ত্রীর কাজ করতে আসেন মোস্তফা দফাদার। পরকীয়ার জের ধরে রাজমিস্ত্রী মোস্তফা ঘরের মালিকের স্ত্রীকে ১৫ আগস্ট ভাগিয়ে নিয়ে বিয়ে করেন। বিষয়টি জানার পর ঘরের মালিক কামালের পরিবার ও এলাকাবাসীর পরিকল্পনায় যোগাযোগ করা হয় মোস্তফার স্ত্রীর পরিবারের সাথে মোস্তাফার স্ত্রীর সাথে কামালের বিয়ে দেয়ার। একপর্যায়ে পাকাপোক্ত আলোচনা শেষে ১৯ সেপ্টেম্বর কামাল সরদারের সাথে বিয়ে হয় মোস্তফার স্ত্রীর। বিষয়টি উভয়পক্ষের কাছে জানতে চাইলে তারা স্বীকার করেন। সম্প্রতি বিষয়টি জানাজানি হলে বেশ মুখরোচক হয়েছে। ঘটনাটি জানাজানি হলে উভয়ের বাড়িতে ভিড় করছেন উৎসুক জনতা। বিভিন্ন মহলে অলিগলি চায়ের দোকানে সর্বস্তরে সমালোচনা ঝড় বইছে।

অক্টোবর 5, 2024 - 22:52
 0  6
পাইকগাছায় রাজমিস্ত্রী পালালো মালিকের বউ নিয়ে, রাজমিস্ত্রীর বউ নিলেন মালিক

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow