কুড়িগ্রামে কালবৈশাখী ঝড়ে ঘরের উপর গাছ পড়ে নারীর মৃত্যু।

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে কালবৈশাখী ঝড়ে শয়ন ঘরে গাছের নীচে চাপা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। নিহত ওই নারীর নাম ছকিলা বেগম (৫২)। তিনি জেলার ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের ফকিরপাড়া জকুরটল এলাকায় গোলাম হোসেনের স্ত্রী। আজ রোববার রাত আনুমানিক ৩টার উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের ফকিরপাড়া জকুরটল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের বোন ছবিয়া জানান, বড় বোন ছকিনার স্বামী বাড়ীতে ছিলনা। তাই দুবোন একই ঘরে ঘুমিয়ে ছিলাম। রাত ৩টার দিকে কালবৈশাখী ঝড় শুরু হয়। এসময় আমরা দুজন নিরাপদ আশ্রয়ের জন্য প্রস্তুতি নেই। এরই মধ্যে আমি দ্রুত ঘর থেকে বের হলেও বড় বোন ছকিলা বের হতে পারেননি। এসময় ঝড়ে ঘরের পাশে থাকা একটি বিশাল আকৃতির গাছ ঘরের ওপরে আঁছড়ে পড়ে। গাছে চাপা পড়ে তাঁর মৃত্যু হয়। ঝড় থেমে গেলে স্থানীয়রা এসে গাছ সরিয়ে তার মরদেহ উদ্ধার করে। ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন শেষে নিহত মহিলার লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Apr 14, 2025 - 07:45
 0  4
কুড়িগ্রামে কালবৈশাখী ঝড়ে ঘরের উপর গাছ পড়ে নারীর মৃত্যু।

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow