সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার।
শ্যামল দত্ত চৌগাছা (যশোর) প্রতিনিধি—চৌগাছা সংবাদদা যশোরের চৌগাছায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত এক বছরের সাজাগ্রাপ্ত পলাতক আসামি আব্দুল গফুর (৪৫) কে গ্রেফতার করেছে পুলিশ। আব্দুল গফুর উপজেলার সুকপুকুরিয়া ইউনিয়নের নগর বর্ণী গ্রামের গুপিনাথপুর পাড়ার তমিজ উদ্দীনের ছেলে। গোপন সংবাদ পেয়ে ১২ এপ্রিল শনিবার রাতে চৌগাছা থানার পুলিশ অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থকে গ্রেফতার করে। এলাকার চিহ্নিত সন্ত্রাসী গফুরের বিরুদ্ধে চৌগাছা থানাসহ দেশের বিভিন্ন জেলায় চুরি ছিনতায় ও ডাকাতির অভিযোগে একাধিক মামলা রয়েছে। স্থানীয় একটি সূত্র জানিয়েছে গফুরকে রিমান্ডে নিলে গরু চুরিসহ ডাকাতি ও ছিনতায়ের অনেক তথ্য পাওয়া যাবে। গফুর সক্রিয় একটি চোর চক্রের পরিচালক। সে নিজেকে আড়ালে রেখে চোর চক্রের সদস্যদের পরিচালনা করে আসছিল। গফুরের আটকের খবরে অন্য সদস্যরা এলাকা ছেড়েছে বলে খবর পাওয়া গেছে।

আপনার অনুভূতি কী?






