পাহাড় অশান্ত করে বিগত সরকারের এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা চলছে: জয়নুল আবদিন

পাহাড় অশান্ত করে বিগত সরকারের এজেন্ডা বাস্তবায়নের জন্য দেশে রাজনৈতিক সংকট সৃষ্টির চেষ্টা চলছে— এ মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। রোববার (২২ সেপ্টেম্বর) জাতীয়তাবাদী তরুণ দলের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলেক্ষ্যে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে এ কথা বলেন জয়নুল আবদিন ফারুক। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারকে প্রশ্নবিদ্ধ করতে আওয়ামী দোসররা নানাভাবে তৎপরতা চালাচ্ছে। এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে প্রতিরোধ গড়ে তোলার আহ্বানও জানান তিনি। অন্তর্বর্তী সরকারকেও প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা করা হচ্ছে বলে জানিয়ে দ্রুত নির্বাচনী রোড ম্যাপ দেয়ার আহ্বান জানান তিনি।

Sep 22, 2024 - 14:38
 0  4
পাহাড় অশান্ত করে বিগত সরকারের এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা চলছে: জয়নুল আবদিন

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow