প্রকৃতির রূপ-বৈচিত্র্য মানবজাতির জন্য আল্লাহর অপার অনুগ্রহ ও দয়ার ফসল।

মোঃ ইবাদৎ হোসেন: বিশ্ব ভুবনে দৃশ্য-অদৃশ্য শত-কোটি প্রকৃতি-বৈচিত্র্য মানুষের ক্ষুদ্রজ্ঞানে আয়ত্ত করা অসম্ভব। বিশ্বপ্রকৃতি তার অসংখ্য-অজস্র রূপ-মাধুরীর রহস্যজালে মানুষকে বিমোহিত ও কৌতুহলী করে রেখেছে যুগ যুগ ধরে। সাত সাগর-মহাদেশের এ বিশাল লীলাভূমির প্রতিটি ভাঁজে ভাঁজে আল্লাহতায়ালা সুবিন্যস্ত করে রেখেছেন জানা-অজানা নানা উপকরণ। তবে প্রত্যেকটি জীব-জানোয়ার ও বস্তুকে সৃষ্টি করেছেন মানুষের উপকারের জন্য। এটি মানুষের জন্য আল্লাহতায়ালার এক মহাঅনুগ্রহ। আকাশের চন্দ্র-সূর্য, গ্রহ-নক্ষত্র সবই মানুষের অপরিহার্য বস্তু। এর বাইরে মেঘ-বৃষ্টির উপকারিতাও সবার জানা। আবার জমিনেও আল্লাহর হাজারো-কোটি সৃষ্টি। পাহাড়-সাগর, ঝরনা-নহর, বন-বনানীর বৃক্ষবহর, ধু-ধু মরুভূমি আর নদী-নালা, খাল-বিল সব আল্লাহ মানুষের উপকারের জন্য সৃষ্টি করেছেন। আমরা আমাদের চারপাশের প্রকৃতিতে দেখি নানা ধরনের ফুল-ফসল ও চোখজুড়ানো অপরূপ প্রাকৃতিক দৃশ্য। এগুলো একজন ঈমানদারের কাছে আল্লাহতায়ালার নিদর্শনস্বরূপ। পৃথিবীর রূপ-প্রকৃতির বিরাট অংশজুড়ে রয়েছে গাছপালা। সবুজ-শ্যামলিমায় চোখজুড়ানো সারি সারি বৃক্ষ ও গাছগাছালি, নানা জাতের উদ্ভিদ, গুল্মলতাও মহান আল্লাহর বিশেষ সৃষ্টি।

Sep 27, 2024 - 20:32
 0  8
প্রকৃতির রূপ-বৈচিত্র্য মানবজাতির জন্য আল্লাহর অপার অনুগ্রহ ও দয়ার ফসল।

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow